ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাস্টফুডের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ ২

প্রকাশিত: ১০:৫০, ২১ জুলাই ২০১৯

 ফাস্টফুডের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে ফাস্টফুডের একটি দোকানে এসি বিস্ফোরণে দুই কর্মচারী মারাত্মক দগ্ধ হয়েছেন। এদিকে কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ফাস্টফুডের একটি দোকানে এসি বিস্ফোরণে দুই কর্মচারী মারাত্মক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন, মোঃ সাইফুল ইসলাম (২১) ও মোঃ ইমরান (২০)। তারা শনির আখড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটিতে ভর্তি করেন। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, দগ্ধ সাইফুলের শরীরের ৭০ শতাংশ ও ইমরানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ ইমরান সাংবাদিকদের জানান, যাত্রাবাড়ী শনির আখড়ার গোয়ালবাড়ি মোড়ে মোড়ে ‘বার্গার ‘ নামে একটি ফাস্টফুডের দোকানে রান্নার (কুক) কাজ করেন তারা। তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে তারা দোকান খোলার সময় পোড়া গন্ধ পান। এর কিছুক্ষণের মধ্যে বিকট শব্দ হয়। তারপর আর কিছু বলতে পারি না। দোকান মালিক পাপনের এক আত্মীয় দীলিপ দাশ জানায়, ওই ফাস্টফুডের দোকানে দুই কর্মচারী দোকান খুলে কাজ করার সময় এসি বিস্ফোরণে দুই কর্মচারী মারাত্মক দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের সদর দফতরে সকালে কর্তব্যরত কর্মকর্তা লুমা খন্দকার জানান, এসি বিস্ফোরণ এই ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে। অগ্নিকান্ড ॥ রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকার বাসিন্দা এনামুল হক মনি জানান, শনিবার সকাল ৫টা ৫৫ মিনিটে কাঁঠালবাগানের ঢালে ওই ভবনে আগুন লাগে। এলাকার কর্মরত পরিচ্ছন্নকর্মী রাস্তার লোকজনকে অবহিত করেন। পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, এ ঘটনায় অন্য ক্ষতির পাশাপাশি এফ হক টাওয়ারের কয়েকটি এসি খুলে নিচে পড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে তিনজন আহত হয়েছেন। তদন্তের পর জানানো হবে।
×