ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এ দেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই ॥ সাধন মজুমদার

প্রকাশিত: ১০:২২, ২১ জুলাই ২০১৯

 এ দেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই ॥ সাধন মজুমদার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ জুলাই ॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এদেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। এখানে সকল সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই দেশে জাতি, ধর্ম-বর্ণ একসঙ্গে মিলে মিশে বসবাস করছে এবং ভবিষ্যতেও করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে তার উত্তরসূরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে একযোগে আমরা কাজ করে চলেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। অচিরেই তার সকল স্বপ্ন পূরণ হবে। সে দিন আর বেশি দূরে নয়। মন্ত্রী বলেন, দেশ আজ বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যাদুর্গত এলাকার কোন মানুষকে যাতে এক বেলাও না খেয়ে থাকতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সদা সতর্ক থাকতে হবে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বন্যা মোকাবেলায় ত্রাণ সহায়তার কোন অভাব নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে। ত্রাণ সামগ্রীগুলো সুষ্ঠুভাবে বিতরণের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকারী পর্যায়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
×