ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বে ধনীর তালিকায় বিলগেটস ৩ নম্বরে

প্রকাশিত: ০৯:২৪, ২১ জুলাই ২০১৯

 বিশ্বে ধনীর তালিকায় বিলগেটস ৩ নম্বরে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সাত বছরে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম কখনই দুইয়ের নিচে নামেনি। সম্প্রতি গেটসকে তালিকায় তিন নম্বরে রেখে দুই নম্বরে উঠে গেছেন ফরাসী ব্যবসায়ী বার্নার্ড আরনাল্ট। আর এক নম্বরে চলে এসেছেন আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বোজেস। তালিকায় দেখা গেছে, বোজেসের সম্পদের পরিমাণ ১২ হাজার ৫০০ কোটি ডলার। চলতি বছর বোজেস হারিয়েছেন ৬৫ কোটি ৬০ লাখ ডলারের সম্পদ। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বার্নার্ড আরনাল্ট বিলাসবহুল পণ্য উৎপাদনকারী। প্যারিসের এই ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। চলতি বছরের প্রথম ছয় মাসেই আরনাল্ট তার সম্পদের মধ্যে তিন হাজার ৯০০ কোটি ডলার যোগ করেছেন। ব্লুমবার্গের তালিকায় থাকা ৫০০ ধনীর মধ্যে এই সময়ে অর্জিত সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি। আরনাল্টের বহুজাতিক বিলাসবহুল ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বিশ্বের সেরা ব্যান্ড লুইস ভুইটন, ক্রিশ্চিয়ান ডায়র এবং গিভেন্সিকে নিয়ন্ত্রণ করে। কয়েক মাস আগে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল পুনর্র্নিমাণে ২০ কোটি মার্কিন ডলার অনুদান দেয়ার ঘোষণা দেন। চলতি বছর বিল গেটস পাঁচ কোটি ৮৮ লাখ ডলারের সম্পদ হারিয়েছেন। ফলে তার সম্পদের পরিমাণ ১০ হাজার ৭০০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।
×