ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিপলস লিজিংয়ের খবরে নেতিবাচক আর্থিক খাত

প্রকাশিত: ০৯:১৯, ২১ জুলাই ২০১৯

 পিপলস লিজিংয়ের খবরে নেতিবাচক আর্থিক খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের অবসায়নের খবরে লিজিং খাতের শেয়ারে নেতিবাচক প্রভাব পড়েছে। যাতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমায় লিজিং খাতের আধিপাত্য লক্ষ্য করা গেছে। ওই সময়ে দর হারানোর তালিকার ৫০ শতাংশই লিজিং কোম্পানির দখলে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৫৪ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩৪.০৯ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইতে দর হারানোর তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট ফাইন্যান্সের ২৭.২৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৩.৯১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২১.৩২ শতাংশ, এমারেল্ড অয়েলের ২০.৭১ শতাংশ, আলহাজ টেক্সটাইল মিলসের ২০.৬৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২০.৬২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ১৯.৬৭ শতাংশ ও মন্নু সিরামিকসের ১৮.৯৭ শতাংশ শেয়ার দর কমেছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুন পিপলস লিজিংয়ের অবসায়নে সরকার সম্মতি দিয়েছে। এ অবসায়নের সিদ্ধান্ত হবে আদালতে, এ জন্য আইনজীবীও নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পরবর্তীতে ১১ জুলাই কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। যা ১৪ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
×