ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ॥ রঙে রাঙা শেষ বেলা

প্রকাশিত: ০৬:১২, ২১ জুলাই ২০১৯

 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ॥ রঙে রাঙা শেষ বেলা

চারদিকে অনেক রং। সেসব ছড়ানো রঙে টুকরো স্মৃতি ফ্রেমবন্দী হয়ে আছে। প্রথম ক্যাম্পাসে আসা, গুটি গুটি পায়ে আমদের পদচারনা, ক্লাসরুম, লাইব্রেরি, নীলদীঘি আর ১০১ একর। বলছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফেলে আসা দিনগুলো। সেই প্রথম দিন থেকে প্রহর গুনতে থাকা কবে শেষ হবে ক্যাম্পাস জীবন একদম শেষের পথে। অথচ আজ কত বার মনে হয়েছে, এ অপেক্ষার শেষ না হলেই ভাল হতো! আজ কোন ক্লাস নেই, নেই ব্যস্ততাও। আজ এদের অবসর দিয়ে জড়ো হয়েছি স্মৃতি জমাতে। শেষ বেলাকে রঙে রাঙাতে। সম্পর্কগুলোতে আবির মাখাতে। সকাল হতেই আমরা জড়ো হয়েছিলাম ডিপার্টমেন্টে। শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দদের নিয়ে কেট কেটেছি। এরই মধ্যে কয়েকজন টি-শার্ট বিলি করেছে। সেসব সাদা টি-শার্ট রঙিন ক্যানভাসে পরিণত হয়েছিল খনিকের ভেতরই। মন উজাড় করে সবাই লিখেছে, আবির মাখছে। গানের তালে তাল মেলাচ্ছে। বিচ্ছেদের কষ্টে কারো চোখে জল এসে গেলেও টুপ করে মুছে নিয়েছে। আজ যে আনন্দের দিন। হারাবার দিন। বিদায় জানানোর দিন। সে বিদায়কেই আমরা আনন্দে পরিপূর্ণ করে দিতে চেয়েছি। লাল বাস থেকে গোলচত্বর মুঠোফোন আর ক্যামেরায় মুহূর্তদের বন্দী করেছি অবাধ স্বাধীনতায়। সবুজ মাঠে শুয়ে বন্ধুত্বের গান গেয়েছি। আবির মেখে ভূত হয়েছি। যা হারিয়েছে তা ফেরার নয়। রোজকার কর্মব্যস্ততায় ছিটকে যাব কে কোথায়। শেষ শেষ করে যে হাহাকারে রোজ ব্যস্ত হতাম সে হাহাকার আজ চেপে বসেছে ব্যাপক। বিদায় কালে ফেলে যাচ্ছি আমাদের অনু গল্পগুলো, আমাদের অভিমান, সাফল্য অথবা ব্যর্থতা আর ভালবাসাদের। বন্ধু ভীষণ মিস করব তোমাদের। ওহী আলম
×