ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে মাশরাফি, শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম

প্রকাশিত: ১২:৫৭, ২০ জুলাই ২০১৯

 ইনজুরিতে মাশরাফি, শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম

মোঃ মামুন রশীদ ॥ আজ মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দুপুরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু শুক্রবার রাতে ফ্লাড লাইটের নিচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ঘটে যায় বিপত্তি। সেন্ট্রাল উইকেটে বোলিং অনুশীলনের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পান মাশরাফি। রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী স্ক্যান রিপোর্টের পর জানান ৪ সপ্তাহের জন্য খেলতে পারবেন না মাশরাফি। তাই রাতেই বিসিবি মাশরাফির পরিবর্তে শ্রীলঙ্কায় আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ওপেনার তামিম ইকবালকে অধিনায়ক করে। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন পিঠের ইনজুরিতে ছিটকে যান। এ দু’জনের পরিবর্তে দলে নতুন করে ডাকা হয়েছে পেসার তাসকিন আহমেদ ও পেস অলরাউন্ডার ফরহাদ রেজাকে। শ্রীলঙ্কায় আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই দিবারাত্রির তিন ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ দল। মঙ্গলবার মাশরাফির নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। বুধবারই অনুশীলন শুরু করে দল। শ্রীলঙ্কায় দিবারাত্রির ম্যাচ, তাই শুক্রবার অনুশীলনের শেষদিন ফ্লাড লাইটের আলোয় মিরপুরে অনুশীলনে নামেন মাশরাফিরা। এর আগে সফর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিকেলে মাশরাফি জানিয়েছিলেন, তিনি পুরোপুরি ফিট খেলার জন্য। উল্লেখ্য, বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেই ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মাশরাফি। কিন্তু ফিজিও স্ক্যান করানোর কথা বললেও তা করাননি তিনি, খেলে গেছেন ইনজুরি নিয়েই। বিশ্বকাপেও সেরে ওঠেননি, খেলা চালিয়ে যান মাশরাফি। ইনজুরি নিয়ে খেলার কারণে বিশ্বকাপে পারফর্মেন্সেও বড় ধরনের প্রভাব পড়েছিল। একেবারেই ম্লান ছিলেন তিনি, ৮ ম্যাচে নিতে পেরেছিলেন মাত্র ১ উইকেট। তাই শ্রীলঙ্কা সফরে তার খেলা নিয়ে ছিল সংশয়। তবে সব শঙ্কা উড়িয়ে ভালভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু ভাগ্যদেবী অন্যরকমই ভেবে রেখেছিলেন তাকে নিয়ে। তাই শুক্রবার সন্ধ্যায় অনুশীলনে নামার পরই বোলিংয়ের সময় বাঁ পায়ে বড় রকমের আঘাত পান। সঙ্গে সঙ্গে ড্রেসিং রুমে ফিরে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীরর শরণাপন্ন হয়েছিলেন। তখনই দেবাশীষ বলেছিলেন,‘আমি যেমন অবস্থা দেখেছি তাতে করে তার পক্ষে আর শ্রীলঙ্কায় গিয়ে খেলা সম্ভব নয়।’ পরে স্ক্যান করানোর পর তিনি নিশ্চিত হয়েছেন মাশরাফির অবস্থা গুরুতর। তিনি রিপোর্ট পাওয়ার পর বলেন, ‘অনুশীলনের সময় মাশরাফি বাঁ হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন। দ্রুতই তার স্ক্যান করানো হয় এবং আমরা দেখেছি যে তার গ্রেড ১ ধরনের ইনজুরি হয়েছে। আর এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ৩/৪ সপ্তাহ সময় লাগে। এ কারণে, এক মাসের জন্য সব ধরনের খেলা সংক্রান্ত কার্যক্রম থেকে দূরে থাকতে হবে তাকে।’ মাশরাফি শেষ মুহূর্তে ছিটকে যাওয়ায় রাতেই বিসিবি অফিসিয়াল মেইলে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করে। উল্লেখ্য, পবিত্র হজের কারণে ছুটি নেয়াতে এ সফরে যাবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া বিয়ের জন্য ছুটি পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসও। তাই এ দু’জনের পরিবর্তে ওপেনার এনামুল হক বিজয় ও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে নেয় বিসিবির নির্বাচকরা। এখন হুট করে মাশরাফির ইনজুরিতে দলে টানা হয়েছে পেসার তাসকিনকে। তরুণ এ পেসার এবার বিশ্ব কাপ খেলতে পারেননি গোড়ালির ইনজুরিতে। তবে ইতোমধ্যেই ফিটনেস ফিরে পেয়ে বিসিবি একাদশের হয়ে ভারতে একটি আমন্ত্রণমূলক চারদিনের ম্যাচের টুর্নামেন্ট খেলছেন তিনি। সেখান থেকেই সতীর্থ তাইজুলের সঙ্গে শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন। একই দিনে আরেকটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। দীর্ঘদিন পিঠের ইনজুরিতে থাকা পেস অলরাউন্ডার সাইফউদ্দিনও ছিটকে গেছেন। বিশ্বকাপে দারুণ বোলিং করা এ তরুণ ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পিঠের ইনজুরিতে খেলতে পারেননি। সেই ইনজুরিটা এখন আরও বেড়ে গেছে। তাই শেষ মুহূর্তে শ্রীলঙ্কাগামী দল থেকে ছিটকে গেছেন তিনিও। তার পরিবর্তে আবার সুযোগ পেয়েছেন ফরহাদ। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনি সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছিলেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে ছিলেন ফরহাদ। তবে কোন ম্যাচ খেলা হয়নি তার। পরে বিশ্বকাপ দলেও সুযোগ হয়নি। এবার সাইফউদ্দিনের ইনজুরিতে নতুন করে সুযোগ পেলেন তিনি। তবে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার কারণে সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ও বিজয়ের সঙ্গেই রবিবার আফগান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেই শ্রীলঙ্কা রওনা হবেন ফরহাদ। এদিকে শুক্রবার আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার সময় রুবেল বোলিং করতে গিয়ে গোড়ালিতে আঘাত পেয়েছেন। ৭.৫ ওভার বোলিং করে আর বোলিং করতে পারেননি তিনিও। তবে রুবেলের চোটও গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাশার। তিনি বলেছেন,‘ওর পায়ের গোড়ালিতে একটু সমস্যা হয়েছে। অনেক দিন পর খেলছে তাই হয়তো। বেশি সমস্যা নয়। স্ক্যান করানোর মতো না।’ এখন শ্রীলঙ্কা সফরের দলটি অনেক বদলে গেছে। সেই দলে আছেন- শ্রীলঙ্কা সফরে পরিবর্তিত বাংলাদেশ দল ॥ তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মান, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।
×