ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘খাদ্যে ভেজাল এখন দেশের সবচেয়ে বড় সমস্যা’

প্রকাশিত: ১০:৪৬, ২০ জুলাই ২০১৯

 ‘খাদ্যে ভেজাল এখন দেশের সবচেয়ে বড় সমস্যা’

বিশেষ প্রতিনিধি ॥ খাদ্যের ভেজালকেই এখন প্রধান সমস্যা বলে অভিহিত করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেছেন, খাদ্যে ভেজালকেই এখন দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে হচ্ছে। এটি কোন ব্যক্তিগত বা গোষ্ঠীর সমস্যা নয়। এটি দেশের সব মানুষের সমস্যা। এর বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে হবে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ সভা কক্ষে আয়োজিত বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বার্ষিক সাধারণ সভা ও সাংগঠনিক সভার উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, বাপা গত ২০ বছর ধরে পরিবেশ নিয়ে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে জোরদার করতে আরও শক্তির প্রয়োজন। আসুন আমরা পরিবেশ আন্দোলনকে আরও শক্তিশালী করি, যাতে দেশে গণজাগরণ সৃষ্টি হয়। সরকার যাতে পরিবেশ রক্ষায় সচেষ্ট হয়। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গু মশা নির্ধন আমাদের কাজ নয়। এটি সিটি কর্পোরেশনের কাজ। আমাদের কাজ হলো সচেতন করা। আন্দোলনের মাধ্যমে এ সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে সিটি কর্পোরেশন সজাগ হয়। তিনি বলেন, মশা নিধনে সিটি কর্পোরেশনের কামান থেকে যে ধোঁয়া বের হয় তা রান্না ঘরের ধোঁয়া। এতে কোন কাজ হয় না। বাপার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মতিন বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেন তা কার্যকর হয় না। সরকারের মন্ত্রীরা যে কথা বলেন, প্রশাসন অন্য রকম কাজ করেন। ফলে পরিবেশ সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বাপার চলমান পরিবেশ আন্দোলন ও অর্জনগুলো তুলে ধরেন। আরও বক্তব্য রাখেন বাপা নেতৃবৃন্দ স্থপতি ইকবাল হাবিব, শরীফ জামিল, মিহির বিশ্বাস, মিজানুর রহমান প্রমুখ।
×