ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুটি অবৈধ মশার কয়েল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:৩৩, ২০ জুলাই ২০১৯

 দুটি অবৈধ মশার কয়েল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বিএসটিআই থেকে মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে নিম্নমানের কয়েল বিক্রি করার অপরাধে ড্রাগন ব্যান্ডের মশার কয়েলের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আনলু ব্যান্ডের মশার কয়েলের দুইজনকে ছয় মাসের জেল প্রদান করা হয়েছে। গত বুধবার রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ মামলা ও জেল প্রদান করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ অমান্য করে ড্রাগন ব্র্যান্ডের মশার কয়েল বাজারজাত করায় মিরপুরের মেসার্স মীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোশারফ আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া একই অপরাধে আনলু ব্যান্ডের মশার কয়েল বিক্রি/বিতরণ করায় ম্যানেজার মোঃ আতিকুর রহমান (২৮) ও মাছুম আলমকে (৪৯) ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে উভয় ব্র্যান্ডের ১৩০ কার্টুন মশার কয়েল জব্দ করা হয়। এ সময় লাইসেন্সবিহীন মশার কয়েল ক্রয় ও ব্যবহার হতে বিরত থাকার জন্য ক্রেতাসাধারণকে পরামর্শ প্রদান করা হয়। বিএসটিআইর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়। -বিজ্ঞপ্তি
×