ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোড়ানে আবাসিক এলাকায় জমেছে ময়লার পাহাড়

প্রকাশিত: ০৯:০৯, ২০ জুলাই ২০১৯

  গোড়ানে আবাসিক এলাকায় জমেছে ময়লার পাহাড়

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে বর্জ্য না সরানোয় রাজধানীর গোড়ান আবাসিক এলাকায় জমেছে ময়লার পাহাড়। পরিষ্কারের পরিবর্তে পরিচ্ছন্নতা কর্মীরাও বাসাবাড়ির ময়লা এনে ফেলছেন সেই স্তূপে। আবাসিক এলাকায় এমন ভাগাড়ের কারণে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুসহ নানা রোগ। আর পরিবেশবিদরা বলছেন, সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজধানীর গোড়ানের ১০ নম্বর সড়ক। দিনে দিনে জমেছে আবর্জনার পাহাড়। গত কয়েক বছরেও সিটি কর্পোরেশন ময়লা সরায়নি। এমনকি বাসাবাড়ি থেকে ভ্যানে করে সংগ্রহ করা বর্জ্যও এখানে ফেলা হয় বলে অভিযোগ স্থানীয়দের। আবাসিক এলাকায় এভাবে ময়লা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ। বাড়ছে ডেঙ্গুসহ নানা রোগের প্রকোপ। সিটি কর্পোরেশনের হেঁয়ালির কারণে এভাবে ময়লার ভাগাড় গড়ে উঠেছে বলে দাবি পরিবেশবিদদের। এসব কারণেই রাজধানীজুড়ে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়াচ্ছে বলেও মনে করেন তারা। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহকারী সেক্রেটারি শরীফ জামিল বলেন, নগরগুলোকে পরিষ্কার রাখা সিটি কর্পোরেশনের দায়িত্ব। এর অবহেলায় বিভিন্ন রোগ হতে পারে। সিটি কর্পোরেশনের অজান্তেই এমন অব্যবস্থাপনা দাবি করে স্থানীয় কাউন্সিলরকে দুষলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোঃ জাহিদ হোসেন। শীঘ্রই বর্জ্য সরানোর পাশাপাশি, অবহেলার জন্য দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এ কর্মকর্তা। আবাসিক এলাকার পরিত্যক্ত স্থানে অঘোষিতভাবে গড়ে ওঠা এ ডাম্পিং স্টেশন পরিবেশ নষ্ট করছে ও সৃষ্টি হচ্ছে এডিস মশাসহ নানা জীবাণুর। পরিবেশবিদরা বলছেন সিটি কর্পোরেশনের এমন হেঁয়ালিপনার কারণে রাজধানীজুড়ে ছড়াচ্ছে ডেঙ্গুসহ নানা সংক্রামক ব্যাধি। এলাকাবাসীর প্রত্যাশা শীঘ্রই সরিয়ে নেয়া হবে এসব ময়লা।
×