ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এনজিওর ইটভর্তি গাড়ি চাপায় রোহিঙ্গা মা-ছেলে নিহত

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ জুলাই ২০১৯

এনজিওর ইটভর্তি গাড়ি চাপায় রোহিঙ্গা মা-ছেলে নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার কুতুপালং ক্যাম্পে ইটভর্তি গাড়ি চাপা পড়ে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে ২নং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এনজিও ফোরামের ইট ভর্তি একটি ট্রাক উল্টে ঝুপড়িতে পড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে এনজিও ফোরামের দ্রুতগামী একটি ইট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশবর্তী ঝুপড়ির উপরে উল্টে যায়। তখন ঝুপড়ি ভিতরে থাকা মো: আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩০) এবং তার ২ বছরের শিশু সন্তান মো: কায়সার ইট চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহতের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে পারভীন; লাসনী; পুতিয়া। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ঘাতক ড্রাইভারসহ ট্রাকটি আটক করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জনতার সহযোগিতায় ঘাতক ট্রাক সহ ড্রাইভার মো: রাশেলকে আটক করেছে পুলিশ। সে চট্টগ্রামের লোহাগাড়া আব্দুল মালেকের পুত্র।
×