ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌপথে বাংলাদেশ ভারত ও ভুটান ট্রেডের যাত্রা শুরু

প্রকাশিত: ১০:৫০, ১৯ জুলাই ২০১৯

 নৌপথে বাংলাদেশ  ভারত ও  ভুটান  ট্রেডের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নদীপথে ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে পাথর আমদানির মাধ্যমে বাংলাদেশ-ভারত-ভুটান ট্রেডের নবযাত্রার সূচনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়াণগঞ্জের সোনাগায়ের মেঘনা ঘাটে বাংলাদেশ, ভারত, ভুটান ও বসুন্ধরা গ্রুপের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ট্রেডের উদ্বোধন করা হয়। প্রথমবারের মতো ভুটান থেকে পাথরবাহী একটি ভারতীয় জাহাজ মঙ্গলবার বাংলাদেশে এসে পৌঁছায়। বসুন্ধরা গ্রুপ আয়োজিত এ অনুষ্ঠানে ইন্দো-বাংলা রুট ব্যবহার করে আসা প্রথম আমদানি করা পাথর গ্রহণ করা হয়। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- ভারতের হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলি দাশ, বুটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতিকুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মাহাবুব উল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের পরিচালক মিসেস সাফওয়ান সোবহান। অসমের ধুবরি থেকে ১৬০ কিলোমিটার দূরে ভুটানের ফুয়েন্ট শোলিং থেকে ট্রাকে সেখান থেকে নদীপথে জাহাজের মাধ্যমে এই পাথর আনা হয়েছে। জাহাজটি ১ হাজার মেট্রিকটন পাথর পরিবহন করছে, যা স্থলপথে পরিবহন করতে ৫০টির বেশি ট্রাক প্রয়োজন।
×