ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়াহেদ ম্যানশনের সংস্কার বন্ধ করল রাজউক

প্রকাশিত: ১০:৪৮, ১৯ জুলাই ২০১৯

  ওয়াহেদ ম্যানশনের সংস্কার বন্ধ করল রাজউক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রিপোর্ট অনুসরণ না করায় পুরান ঢাকার চকবাজারের বহুল আলোচিত ওয়াহেদ ম্যানশনের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার ভবনটির মেরামত কাজ বন্ধ করে দেয়া হয়। ভবনটি ব্যবহার উপযোগী করতে সিটি কর্পোরেশন ও বুয়েটের পক্ষ থেকে ভবনের কলাম ও বিমে পর্যাপ্ত রড ব্যবহার করার সুপারিশ করা হয়েছিল। যাতে ভবন মজবুত হয়। সেসব শর্ত না মানায় সংস্কার কাজ বন্ধ করে দেয়া হয়। রাজউকের অঞ্চল-৫ এর অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
×