ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গণপূর্তের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ

প্রকাশিত: ১০:২২, ১৯ জুলাই ২০১৯

 গণপূর্তের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রূপপুরে পারমাণু বিদ্যুতকেন্দ্রের কর্মীদের আবাসনের সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির ঘটনা গণপূর্ত মন্ত্রণালয়ের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে স্বীকার করে মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, একটি ঘটনা দিয়ে পুরো ব্যবস্থাকে বিচার করা সঠিক হবে না। তিনি বলেন, দুই-একজন কর্মকর্তার কারণে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে। রূপপুরের ঘটনাও তাই যা গণপূর্তের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে একটি ঘটনা দিয়েই পুরো অবস্থার বিচার করা ঠিক নয়। পূর্ত বিভাগে অনেক সৎ-দক্ষ কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা দেশের উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছেন। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার গণপূর্ত অধিদফতরের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন।
×