ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে কৃষক ও বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১০:১৯, ১৯ জুলাই ২০১৯

 বজ্রপাতে কৃষক ও বৃদ্ধার মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন গ্রামের কৃষক খলিল হাওলাদারের (৪০) বজ্রপাতে মৃত্যু হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারের। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান। এ সময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। উপজেলা ত্রাণ দফতর থেকে মৃতের পরিবারকে ইতোমধ্যে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। নওগাঁ ॥ বৃহস্পতিবার দুপুরে নওগাঁয় বজ্রপাতে রেনুকা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর গৃহবধূ আসমা বেগম (৩৫) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রেনুকা বেগম সদর উপজেলার বরুণকান্দি এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, বাড়ির পাশে রাস্তায় কাজ করছিলেন বৃদ্ধা রেনুকা ও গৃহবধূ আসমা বেগম। হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। এ সময় গৃহবধূ আসমা আহত হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
×