ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেক্সওয়ার্ল্ড প্রদর্শনীতে যাচ্ছে বাংলাদেশের ৬ প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৯:০৬, ১৯ জুলাই ২০১৯

 টেক্সওয়ার্ল্ড প্রদর্শনীতে যাচ্ছে বাংলাদেশের  ৬ প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২২ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে পোশাক খাতের টেক্সওয়ার্ল্ড প্রদর্শনী। এর আয়োজন করছে জার্মানি ভিত্তিক সবচেয়ে বড় মেলার আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট। প্রদর্শনীটি আগামী ২২ জুলাই শুরু হয়ে চলবে ২৪ জুলাই পর্যন্ত। এই বছর বাংলাদেশ থেকে ৬টি ফেব্রিক, গার্মেন্টস এবং হোম টেক্সটাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই প্রদর্শনীতে। এগুলো হলো-আশা টেক্সটাইল, এইচআই এ্যাপারেল, ম্যাম বাংলাদেশ, রেজা ফ্যাশন, সিকোটেক্স ফ্যাব্রিক্স এবং ফারসিইং নিট কম্পোজিট। মেসে ফ্রাঙ্কফুর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩ দিনের এই প্রদর্শনীতে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন প্রদর্শক ক্রেতা, ডিজাইনার এবং বিশেষজ্ঞদের জন্য নিয়ে আসবে তাদের তৈরি টেক্সটাইল, ট্রিমস, একসেসরিজ, ম্যানুফ্যাকচারিং। এছাড়া প্রাইভেট লেবেলের সঙ্গে তৈরি পোশাকও প্রদর্শন করবে তারা। গত বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশী রফতানিকারকদের জন্য প্রথম সারির ক্রেতা হিসেবে প্রমাণিত হয়েছে। তাই এ বছরের রফতানি বাণিজ্যেও বাংলাদেশের জন্য তারাই প্রধান ক্রেতা। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত এ ধরনের প্রদর্শনীতে ৮৩৭ জন প্রদর্শক এসেছে ১৯টি দেশ থেকে। ৫ হাজারেরও বেশি দর্শক এসেছে প্রদর্শনীটি ঘুরে দেখতে। এ বছর আরও বেশি ক্রেতা-দর্শনার্থীর সমাগম হবে বলে আয়োজক সংস্থার ধারণা। ২২ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনীতে থাকছে ফ্যাশন সাসটেইন, যার সূত্রপাত জার্মানির বার্লিনে। এর মূল উদ্দেশ্য তৈরি পোশাক এবং ফ্যাব্রিকের ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিয়ে মানুষকে শেখানো। ফ্যাশনসাসটেইন অনুষ্ঠিত হবে সোমবার জুলাই ২২।
×