ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইনডোর হকিতে বাংলাদেশের হার থাইল্যান্ডের কাছে

প্রকাশিত: ০৮:৫৭, ১৮ জুলাই ২০১৯

  ইনডোর হকিতে বাংলাদেশের হার থাইল্যান্ডের কাছে

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের চোনবুরিতে অনুষ্ঠেয় ইনডোর এশিয়া কাপ হকিতে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। গোল করেন থাইল্যান্ডের ওয়ারুন বুনেপা (৩ মিনিটে, ফিল্ড গোল), থানোপ কামপানথং (৬ মিনিটে, ফিল্ড গোল) এবং থানোপ কামপানথং (৩৪ মিনিটে, পিসি গোল) এবং বাংলাদেশের মাইনুল ইসলাম কৌশিক (৩৬ মিনিটে, ফিল্ড গোল)। নিজেদের চতুর্থ গ্রুপ (‘এ’) ম্যাচে এটা বাংলাদেশের তৃতীয় হার। আগের ১ জয়ে তাদের পয়েন্ট ৩। পাঁচ দলের মধ্যে আছে চতুর্থ স্থানে। এখন বাংলাদেশকে খেলতে হবে সপ্তম বা অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে। আগামী শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় এই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চতুর্থ হওয়া দলের বিরুদ্ধে। সম্ভাব্য প্রতিপক্ষ চাইনিজ তাইপে অথবা নেপাল। এর আগে মালয়েশিয়ার কাছে ৬-০ এবং বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ৮-০ গোলে হেরেছিল জিমি-শিতুলরা। আর ফিলিপিন্সকে হারায় ৯-০ গোলে। ইনডোর হকিতে এটাই বাংলাদেশের প্রথম ‘এতিহাসিক’ জয়।
×