ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় শ্লীলতাহানি মামলায় অধ্যক্ষের ১০ বছর জেল

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ জুলাই ২০১৯

 কুষ্টিয়ায় শ্লীলতাহানি  মামলায় অধ্যক্ষের ১০ বছর জেল

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৮ জুলাই ॥ এক কলেজ শিক্ষিকার শ্লীলতাহানি মামলায় একই কলেজের অধ্যক্ষের ১০ বছর কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ওই আসামির নাম চৌধুরী নুরুদ্দিন সেলিম ওরফে সজল চৌধুরী (৫২)। তিনি কুষ্টিয়ার সৈয়দ মাছ-উদ-রুমী কলেজের অধ্যক্ষ আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মার্চ দুপুরে সৈয়দ মাছ-উদ-রুমী কলেজের মহিলা কমন রুমের ওয়াস রুম থেকে বের হবার সময় কলেজের অধ্যক্ষ আসামি চৌধুরী নুরুদ্দিন মোঃ সেলিম ওরফে সজল চৌধুরী জোরপূর্বক ওই শিক্ষিকার শ্লীলতাহানি ঘটান।
×