ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

প্রকাশিত: ০১:৩২, ১৮ জুলাই ২০১৯

দেশব্যাপী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ “ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ, প্রতিবাদ-প্রতিরোধের এখনই সময়” স্লোগান নিয়ে দেশব্যাপী ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে ব্র্যাকের সহায়তায় লাইফ লং ইন্সপাইরেশান ফর এডুকেশান নামের একটি স্থানীয় এনজিও সংস্থা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এসময় যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহসভাপতি জালাল উদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামা বসাক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুটুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশব্যাপী হঠাৎ করেই নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন বেড়ে গেছে। সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা।
×