ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিনগ্রহের প্রাণী দেখার ফেসবুক ইভেন্ট!

প্রকাশিত: ১০:৫৩, ১৮ জুলাই ২০১৯

 ভিনগ্রহের প্রাণী দেখার ফেসবুক ইভেন্ট!

একশ’ বছরের বেশি সময় ধরে বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন এলিয়েনদের। অনেকে বলেছেন, বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও এলিয়েন বলে নিশ্চয়ই কিছু আছে। আবার কেউ বলেছেন, এই দাবি একেবারেই অবাস্তব। যুক্তরাষ্ট্রের অনেকেই মনে করেন, কিছু এলিয়েন কোন এক সময় পৃথিবীতে এসেছিল এবং মার্কিন সরকার তাদের নেভাডার এরিয়া ৫১ নামের প্রত্যন্ত এক এলাকায় লুকিয়ে রেখেছে। তাদের দেখার জন্য ফেসবুকে একটি ইভেন্টও খোলা হয়েছে। ইভেন্টের নাম দেয়া হয়েছে স্টর্ম এরিয়া ৫১, দে ক্যান্ট স্টপ অল অফ আস। মঙ্গলবার পর্যন্ত এতে ১৩ লাখেরও বেশি মানুষ সাইন-আপ করেছে। এছাড়াও আগ্রহী হিসেবে মার্ক করেছে আরও ১০ লাখেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে লোকজনকে সতর্ক করে দেয়া হয়েছে যাতে কেউ এরিয়া ৫১র ধারে কাছেও না যায়। নেভাডার এই এলাকাটি বিমানবাহিনীর অত্যন্ত গোপনীয় একটি ঘাঁটি। তবে ইভেন্টে সই করা বহু মানুষ বিশ্বাস করে সেখানে ভিনগ্রহীদের আটকে রাখা হয়েছে। -বিবিসি
×