ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার আগামী মাসে

প্রকাশিত: ১২:২৬, ১৭ জুলাই ২০১৯

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার আগামী মাসে

জনকণ্ঠ ডেস্ক ॥ দুই মাসের মধ্যে বাংলাদেশী শ্রমিক নিয়োগে মালয়েশিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন দেশটির জনসম্পদ মন্ত্রী কুলাসেগারান। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার মন্ত্রী জানিয়েছেন, স্থগিতাদেশ পর্যালোচনা করা হচ্ছে। ২/১ মাসের মধ্যেই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া আবার শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। খবর ওয়েবসাইটের। মঙ্গলবার দেশটিতে শুরু হয়েছে নবম আন্তর্জাতিক প্ল্যান্টার্স সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বাংলাদেশীদের নেয়ার ব্যাপারে আগামী মাসেই স্থগিতাদেশ উঠে যেতে পারে। এর আগের নিয়মে বাংলাদেশীদের সেখানে কাজের অনুমতি নিতে সরকার অনুমোদিত সংস্থাগুলোকে ২০ হাজার রিঙ্গিত দিতে হতো যা বাংলাদেশী টাকায় ৪ লাখেরও বেশি। আগের সরকার অনুমোদিত ১০টি সংস্থাই কর্মী আমদানি করতে পারত। ২০১৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশীদের জন্য ফরেন ওয়ার্কার্স এ্যাপ্লিকেশন সিস্টেম বাতিল করা হয়। ফলে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
×