ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিবি একাদশের পক্ষে তাইজুলের ৪ উইকেট

প্রকাশিত: ১১:৫৫, ১৭ জুলাই ২০১৯

বিসিবি একাদশের পক্ষে তাইজুলের ৪ উইকেট

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতে আমন্ত্রণমূলক ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়াহ মেরোরিয়াল চারদিনের ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ব্যাঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমদিন শেষে পাতিল ক্রিকেট একাডেমি তুলেছে ৮ উইকেটে ৩০০ রান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৪টি উইকেট নিলেও অক্ষয় সারদেশাইয়ের হার না মানা সেঞ্চুরিতে এ বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। পাতিল ক্রিকেট একাডেমি টস জিতে আগে ব্যাটিংয়ে নামে। দলীয় ২ রানে প্রথম এবং ৪০ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে তারা। তবে তৃতীয় উইকেটে ৫৮ ও চতুর্থ উইকেটে ৮৬ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায়। নওশাদ শেখ ৩৮ ও শুভম রঞ্জনে ৫০ রান করে সাজঘরে ফিরে গেলেও সারদেশাই সেঞ্চুরি হাঁকান। এরপর তাসকিন আহমেদের পেস আর তাইজুলের স্পিনে বিসিবি দ্রুত কিছু উইকেট শিকার করলেও সপ্তম উইকেটে সারদেশাই-আমান খান ৫০ রানের জুটি গড়ে দলকে পৌনে তিন শ’ রানে পৌঁছে দেন। শেষ পর্যন্ত প্রথমদিন শেষে তারা ৮ উইকেটে ৩০০ রান নিয়ে শেষ করে। পাতিল ক্রিকেট একাডেমির হয়ে ২৩৯ বলে ১৭ চারে ১১২ রান নিয়ে এখনও অপরাজিত সারদেশাই। বিসিবি একাদশের পক্ষে তাইজুল ৩০ ওভারে ১৩৫ রান দিয়ে ৪টি ও তাসকিন ১৯ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। অপর দুই উইকেট নেন অফস্পিনার নাঈম হাসান ও পেসার শহীদুল ইসলাম।
×