ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় ম্যাচেও বড় হার বাংলাদেশ হকি দলের

প্রকাশিত: ১১:৫৫, ১৭ জুলাই ২০১৯

দ্বিতীয় ম্যাচেও বড় হার বাংলাদেশ হকি দলের

স্পোর্টস রিপোর্টার ॥ ইনডোর এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ গোলে হেরে সূচনা করেছিল বাংলাদেশ। থাইল্যান্ডের চোনবুরিতে এই ফরমেটে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের ধারা বজায় রেখেছে লাল-সবুজরা। এবার হেরেছে আরও বেশি গোল হজম করে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ৮-০ গোলে হেরে। খেলার প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হজম করে আরও চার গোল। উল্লেখ্য, ইনডোর এশিয়া কাপের আগের ৭ আসরের প্রতিটিতেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে ইরানের। বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টায় নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিপিন্সের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ থাকবে শিতুল-জিমিদের। ইরানের হয়ে গোল করেন ১ মিনিটে নুরানিয়ান হামিদ (ফিল্ড গোল), ৩ মিনিটে নুরানিয়ান হামিদ (ফিল্ড গোল), ৫ মিনিটে নুরুজ্জাদেহ রেজা (পেনাল্টি কর্নার), ১৬ মিনিটে আমির মাহদি (ফিল্ড গোল), ২২ মিনিটে নুরুজ্জাদেহ রেজা (পেনাল্টি কর্নার), ৩০ মিনিটে তাহেরিরাদ নাভিদ (পেনাল্টি কর্নার), ৩৯ মিনিটে নুরুজ্জাদেহ রেজা (ফিল্ড গোল) এবং ৪০+ মিনিটে বেইরানভান্দ বেহদাদ (পেনাল্টি কর্নার)।
×