ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ বীরদের রাজকীয় সংবর্ধনা

প্রকাশিত: ১১:৫৪, ১৭ জুলাই ২০১৯

ইংলিশ বীরদের রাজকীয় সংবর্ধনা

জাহিদুল আলম জয় ॥ জনক হওয়া সত্ত্বেও এতদিন ওয়ানডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ ছিল ইংল্যান্ডের। অবশেষে দীর্ঘ ৪৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে গত রবিবার প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংলিশরা। স্বাভাবিকভাবেই এরপর থেকে পুরো ইংল্যান্ডজুড়ে চলছে উৎসব আর আনন্দ। আনন্দের এই বন্যায় শামিল হয়েছেন সবাই। ব্রিটেনের প্রধানমন্ত্রী ও রানী এলিজাবেথও উৎসবে মাতোয়ারা হয়েছেন। এর মধ্যে সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে বিজয়ী বীরদের নিয়ে উৎসব করেছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওভালে বিজয় প্যারেডের আয়োজন করা হয়। যেখানে ক্রিকেটারদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ভক্ত-সমর্থকরা। এছাড়া লন্ডনের ১০নং ডাইনিং স্ট্রিটে মঞ্চ করে সেখানে ইয়ন মরগানের দলকে দেয়া হয় রাজকীয় সংবর্ধনা। ইংল্যান্ডের অবিস্মরণীয় সাফল্যগাথায় খুশির জোয়ার বইছে ইংল্যান্ডজুড়ে। অভিনন্দন জানাতে বিজয়ী বীরদের ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আমন্ত্রণ জানান তার নিজ বাসভবন লন্ডনের ১০নং ডাইনিং স্ট্রিটে। সেখানেই স্বপ্নের বিশ্বকাপ ট্রপি নিয়ে যান স্টোকস, রুট, বাটলাররা। ইংল্যান্ডের বিশ্বকাপ জয় ও উদযাপন নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ফাইনালে অসাধারণ পারফর্মেন্স করেছে পুরো ইংল্যান্ড দল। বিশ্বচ্যাম্পিয়ন হতে যা করা দরকার তাই করেছে তারা। বিচার বুদ্ধি এবং সাহস দেখিয়েছে মরগানরা। ঘরের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের এমন অর্জন ইতিহাসে অমর হয়ে থাকবে। এছাড়া প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, এটা সত্যিই ভাল লাগার মতো ব্যাপার যে, কত শিশু এই জয় দেখে ব্যাট ও বল হাতে নিতে অনুপ্রাণিত হবে। আশাকরি তারাও ভাল ক্রিকেটার হবে এবং ভবিষ্যতে আমাদের বিশ্বকাপ শিরোপা এনে দেবে। প্রধানমন্ত্রীর পাশাপাশি বিশ্বজয়ী ইংল্যান্ড দলকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রানী তার অভিনন্দন বার্তায় লিখেন, বিশ্বকাপের ফাইনালে রোমঞ্চকর জয় দিয়ে শিরোপা জয়ী ইংল্যান্ডকে আমি এবং প্রিন্স ফিলিপ উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বৃটেনের রয়্যাল মেইল পোস্টাল সার্ভিস ঘোষণা করেছে, ২০১৭ সালে ইংল্যান্ডের নারী দল ও এবার পুরুষ দল বিশ্বকাপের শিরোপা জয় করায় তারা বিশেষ ডাক টিকেট অবমুক্ত করবে। রয়্যাল মেইল তাদের ১৫টি পোস্ট বক্স বিশেষভাবে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে। পুরুষ ও মহিলা বিশ্বকাপ শিরোপা জয়ের অংশ হিসেবে সোনালি ক্রিকেট ব্যাট ও বল দিয়ে এই বক্সগুলো সাজানো হবে। সেখানে পুরুষ দলের অধিনায়ক ইয়ান মরগান ও ২০১৭ সালের শিরোপা জয়ী নারী দলের অধিনায়ক হেথার নাইটকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। প্রধানমন্ত্রী ও রানী এলিজাবেথের অভিনন্দন ছাড়াও দ্য ওভালে বিজয় প্যারেডের আয়োজন করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে বিশ্বকাপ ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে আসেন ইংলিশ খেলোয়াড়রা। কথা বলা, ছবি তোলার পাশাপাশি এক সঙ্গে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন তারা। ক্রিকেটারদের সঙ্গে এই উৎসবে শামিল ছিলেন হাজার হাজার ভক্ত-সমর্থক। সমর্থকদের সামনে আনন্দ উল্লাস, ছবি তোলা, সেলফিতে মেতে ওঠেন মরগানের দল। এ সময় সমর্থকদের উদ্দেশ করে অধিনায়ক মরগান বলেন, সকলকে ধন্যবাদ মাঠে এসে দলকে উৎসাহ ও সমর্থন দেয়ার জন্য। আপনাদের মনের আশা পূরণ করতে পেরে আমরা গর্বিত। ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট বলেন, শিরোপা জয় ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ও অবিস্মরণীয় দিন। এই দিনটির জন্য আমরা চার বছর অপেক্ষা করেছি। অবশেষে আমাদের আশা পূরণ হয়েছে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পেরে আমরা খুশি। ফাইনালে সুপার ওভারে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বল করেন জোফরা আর্চার। তিনি বলেন, সকাল বেলা খেলার হাইলাইটস এবং স্টাফদের সঙ্গে দেখা-সাক্ষাত করার পর আমি মনে করি যা করেছি তার প্রভাবটা এখন বুঝতে পারছি আমরা। বড় একটা দিন ছিল। সবাই চাইছিল আমি যেন ভাল করি। তাই আমি কাউকে নিচু করতে চাইনি। ছক্কা খাওয়ায় কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম; কিন্তু আমি আমার পরিকল্পনা নিয়ে অনড় ছিলাম এবং শেষ পর্যন্ত এটাই কাজে দিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর বিভিন্ন স্থানে চ্যাম্পিয়ন ইংলিশ খেলোয়াড়দের ছবিসহ বিল বোর্ড, ডিজিটাল বিল বোর্ড টানানো হয়েছে। বিশ্বকাপ ট্রফিসহ টি-শার্ট কেনার হিড়িক পড়েছে। বিভিন্ন বার কিংবা পথে ঘাটে বড় স্ক্রিনে এখনও চলছে ফাইনাল ম্যাচের সুপার ওভারের ভিডিওচিত্র।
×