ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ান সিটিজ দলগত দাবায় তেহরান সিটি চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১১:৫৪, ১৭ জুলাই ২০১৯

এশিয়ান সিটিজ দলগত দাবায় তেহরান সিটি চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে কে-এন হার্বার কনসোর্টিয়াম লিঃ সাইফ পাওয়ারটেক লিমিটেড, রূপায়ণ গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহ পৃষ্ঠপোষকতায় এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ (দুবাই কাপ) ২০১৯-এ ইরানের তেহরান (সাইপা) সিটি অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। তেহরান (সাইপা) ৮ খেলায় পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে থেকে এক রাউন্ড আগেই শিরোপা জয় নিশ্চিত করে। বাংলাদেশের গোপালগঞ্জ সিটি ও ভারতের কলকাতা সিটি ১২ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ (মঙ্গলবার) ফার্স হোটেল এ্যান্ড রিসোর্ট-এ অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় তেহরান (সাইপা) ৩-১ গেম পয়েন্টে কাঠমুন্ডু সিটি নেপালকে পরাজিত করেন। তেহরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেগপুর মাউসুদ, গ্র্যান্ডমাস্টার গোলেজাদে আসগর ও আন্তর্জাতিক মাস্টার মৌসভী সাইয়েদ খলিল যথাক্রমে কাঠমুন্ড সিটির সিটির রূপেশ জয়সুয়াল, রাই সুমন ও শ্রেষ্ঠা সুজেন্দ্রা প্রশাদকে পরাজিত করেন। কাঠমুন্ডু সিটির ভা-ারি সিটিজ তেহরানের পউর আগা বালা আমিরজাদাকে পরাজিত করেন। গোপালগঞ্জ সিটি ৩.৫-০৫ গেম পয়েন্টে পাকিস্তানের পাকপাঠান সিটিকে পরাজিত করেন। গোপালগঞ্জের পক্ষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে পাকিস্তানের ওয়াহিদ হুসেইন, ফারমান আজিজ, ওয়াসিফ জেনোবিয়াকে পরাজিত করেন। পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী গোপালগঞ্জের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে ড্র করেন। কলকাতা সিটি, ভারত ৪-০ গেমে পয়েন্টে শাহ আলম সিটি মালয়েশিয়াকে পরাজিত করেন। কলকাতা সিটির রাজদীপ সরকার, শ্রীজিৎ পল, শুভায়ন ঘোষ ও অর্পণ দাস যথাক্রমে শাহ আলম সিটির চেন সেং ইয়েপ, ফং ইট সান, মাহমুদ শাহ মুখরিজ শাহ এবং ইয়েপ এনজ চিয়ামকে পরাজিত করেন। বিএনএসসিবি চেস টিম, ঢাকা ৪-০ গেম পয়েন্টে চট্টগ্রাম সিটিকে পরাজিত করে। বিএনএসসিবি ঢাকার আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিল যথাক্রমে চট্টগ্রাম সিটির ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মোহাম্মদ আবদুল মালেক ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে পরাজিত করেন।
×