ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা সফরে সাফল্য পেতে আশাবাদী নান্নু

প্রকাশিত: ১১:৫২, ১৭ জুলাই ২০১৯

শ্রীলঙ্কা সফরে সাফল্য পেতে আশাবাদী নান্নু

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে গেলেও শেষ পর্যন্ত ৮ নম্বরে থেকে শেষ করতে হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যতটা উজ্জ্বল পারফর্মেন্স দেখিয়েছেন, তার ধারে কাছেও ছিলেন না বাকিরা। তাই দলগতভাবে ব্যর্থ হয়েছে দল। বিশ্বকাপের সেই রেশ কাটতে না কাটতেই শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালসহ বেশ কয়েকজনের পারফর্মেন্স নিয়ে দারুণ সমালোচনা হয়েছে। এ সিরিজে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। তাছাড়া আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে একধাপ পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কা বিশ্বকাপে ৬ নম্বরে থেকে শেষ করেছে। তাই এই সফরটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি আশা করছেন শ্রীলঙ্কা সফরে বিশ্বকাপ অধ্যায়ের কথা ভুলে ভাল কিছুই করবেন মাশরাফিরা। মঙ্গলবার শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিশ্বকাপে ৮ ম্যাচে অধিনায়ক মাশরাফি মাত্র ১ উইকেট তুলে নিতে পেরেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওই ১টি উইকেট নিতে তার খরচা করতে হয়েছে ৬৮ রান। বাকি ম্যাচগুলোয় প্রচুর রান দিলেও কোন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে পারেননি। তাই মাশরাফিকে নিয়ে সমালোচনা তুঙ্গে ওঠে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে যে, তার অবসরে যাওয়া উচিত। সেই মাশরাফির সামনে এবার নতুন মিশন। বিশ্বকাপ স্মৃতি ভুলে নতুন উদ্যমে ফিরে আসার চ্যালেঞ্জ তার সামনে। এখনও যে ফুরিয়ে যাননি তা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন মাশরাফি। এছাড়া অপরিহার্য ওপেনার তামিম ইকবালকে নিয়ে এবার হতাশ হয়েছেন সবাই। তার ওপর দলের ভরসা থাকলেও প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেননি। মাত্র একটি অর্ধশতকে তিনি ৮ ম্যাচে মাত্র ২৯.৩৭ গড়ে ২৩৫ রান করতে পেরেছেন। তুমুলভাবে সমালোচিত হয়েছেন এ বাঁহাতি ওপেনারও। শ্রীলঙ্কা সফরটি তাই তারজন্যও গুরুত্বপূর্ণ। দল হিসেবেও চ্যালেঞ্জ আছে বাংলাদেশের সামনে। বিশ্বকাপে অষ্টম স্থানে থেকে শেষ করেছে বাংলাদেশ দল। সেখানে শ্রীলঙ্কা ছিল ছয়ে। অথচ এই বিশ্বকাপে অন্যতম আলোচিত দল ছিল বাংলাদেশ। আর লঙ্কানদের নিয়ে কেউ ভাবেননি পর্যন্ত। সেই শ্রীলঙ্কার বিপক্ষেই লড়াই এবার তাদের মাটিতে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বাংলাদেশ ৭ নম্বরেই আছে। একধাপ পিছিয়ে শ্রীলঙ্কার অবস্থান আটে। বিশ্বকাপে প্রত্যাশার বাইরে সাফল্য পাওয়াতে এই মুহূর্তে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে লঙ্কানরা। এবার নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে মরিয়া হয়েই খেলবে তারা। সিরিজ হারলেই রেটিং পয়েন্ট খুইয়ে লঙ্কানদের নাগালে চলে আসবে বাংলাদেশ দল। বাংলাদেশের রেটিং আপাতত ৯০ আর শ্রীলঙ্কার ৭৯। কয়েকজন ক্রিকেটারের ফর্ম এবং দলগত এই বিষয়গুলো বিবেচনায় রেখে ৩ ম্যাচের এ ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রধান নির্বাচক নান্নুও এ বিষয়টি অনুধাবন করছেন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে আমরা তিনটি ওয়ানডে খেলতে যাচ্ছি। ব্যাক টু ব্যাক বিশ্বকাপের পরে। এটি অনেক গুরুত্বপূর্ণ সিরিজ আমাদের জন্য। এখানে আমরা খুব বেশি পরিবর্তন করিনি বিশ্বকাপের থেকে। যেহেতু সাকিব আর লিটন নেই, এই দুইজনের জায়গায় আমরা দু’জন খেলোয়াড় নিয়েছি।’ সাকিব ও লিটন না থাকায় দলের একাদশেও পরিবর্তন ঘটবে। বিশেষ করে ফর্মের তুঙ্গে থাকা সাকিবের অভাব অপূরণীয়। বিশ্বকাপে ইনজুরি সমস্যা বেশ ভুগিয়েছে বাংলাদেশ দলকে। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরি সংক্রান্ত ফিটনেস নিয়েই এখন চিন্তা। এতসব কিছু মাথায় নিয়ে এবার শ্রীলঙ্কার মাটিতে ৩ ওয়ানডে খেলতে হবে মাশরাফিদের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং তারপরই বিশ্বকাপে টানা ৯ ম্যাচ খেলে স্বল্প সময়ের মধ্যে আবার শ্রীলঙ্কা সফর। ব্যস্ততার চাপেও ভাল করার কঠিন চ্যালেঞ্জ থাকবে মাশরাফিদের। এ বিষয়ে নান্নু বলেন, ‘বিশ্বকাপের পর তো রিকভারি করার যথেষ্ট সুযোগ পেয়েছে। আর সাফল্য প্রত্যেক সিরিজেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের অধ্যায় শেষ হয়ে গেছে। আবার নতুন করে আমরা শুরু করছি। এই সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ, প্রতিটি দিন অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় খেলোয়াড়রা যথেষ্ট পেশাদার এবং তারা সেভাবে চিন্তা-ভাবনা করবে। আমার বিশ্বাস এই সিরিজে ইনশা আল্লাহ ভাল করব আমরা।’
×