ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলকাতায় জ্যোতি বসু সেন্টার তৈরির জমি অনুমোদন

প্রকাশিত: ০৮:২৫, ১৭ জুলাই ২০১৯

কলকাতায় জ্যোতি বসু সেন্টার তৈরির জমি অনুমোদন

অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে ‘জ্যোতি বসু সেন্টার ফর স্টাডিজ এ্যান্ড রিসার্চ’ তৈরির জমি অনুমোদন দিয়েছে বর্তমানে ক্ষমতাসীন তৃণমূল সরকার। কলকাতার নিউ টাউনে পাঁচ একর জমির ওপর গড়ে উঠবে জ্যোতি বসু সেন্টার। পশ্চিমবঙ্গের বামপন্থী নেতারা দীর্ঘদিন এই জমির জন্য মমতা সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার। ২০১০ সালেই এই জমির অনুমোদনপত্র তৈরি করেছিল তৎকালীন বাম সরকার। কিন্তু ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে। ক্ষমতায় আসে তৃণমূল সরকার। তারপরই কোনও অনির্দিষ্ট কারণে জ্যোতি বসু সেন্টারের জন্য জমির অনুমোদন মেলেনি বলে অভিযোগ তোলে বামেরা। অবশেষে মিলেছে সেই ছাড়পত্র। প্রয়োজনীয় জমিসংক্রান্ত পুরনো ফাইল ও নথি বের করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এই জমির অনুমোদন যাতে দ্রত দেয়া হয়, সেই নির্দেশনা এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এর আগে, জ্যোতি বসু সেন্টার ফর স্টাডিজ এ্যান্ড রিসার্চ-এর জমির দখলদারিত্ব চাইতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দ্বারস্থ হয় সিপিএম। পরিকল্পনা কার্যকরী হলে নিউটাউনে পাঁচ একর জমির ওপর গড়ে উঠবে জ্যোতি বসু সেন্টার।
×