ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদোন্নতি পেলেন ডিসি-ইউএনও অফিসের ১২১ কর্মচারী

প্রকাশিত: ১৩:০৩, ১৬ জুলাই ২০১৯

 পদোন্নতি পেলেন ডিসি-ইউএনও অফিসের ১২১ কর্মচারী

স্টাফ রিপোর্টার ॥ মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ১২১ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার রাতে এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। নতুন পদোন্নতি পাওয়া ১২১ জন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল এ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর প্রায় সবাইকে তাদের জেলার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। আগের বেতন স্কেল অনুযায়ী সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল এ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার- পদগুলো তৃতীয় শ্রেণীর কর্মচারীর।
×