ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তদন্ত কমিটির মুখোমুখি জুমা

প্রকাশিত: ০৮:৪৩, ১৬ জুলাই ২০১৯

 তদন্ত কমিটির  মুখোমুখি জুমা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দুর্নীতির মামলায় তদন্তের অংশ হিসেবে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত দশকে দেশটির রাজনীতির ওপর প্রভাব বিস্তারকারী এই রাজনীতিবিদের আকস্মিক পতন হিসেবে দেখা হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) তাকে ক্ষমতা থেকে অপসারণ করে। তিনি তার নয় বছরের শাসনামলে সহযোগীদের রাষ্ট্রীয় সম্পদ তসরুফ এবং জ্যেষ্ঠ সরকারী কর্মকর্তা নিয়োগে প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে। সোমবার এ বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। গত মাসে তদন্ত কমিটিকে লেখা এক চিঠিতে তার আইনজীবী জানান, জ্যাকব জুমার বিশ্বাস এটা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ। -ইয়াহু নিউজ
×