ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুইডেনে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, নিহত ৯

প্রকাশিত: ০৮:৪২, ১৬ জুলাই ২০১৯

 সুইডেনে স্কাইডাইভিং  বিমান বিধ্বস্ত,  নিহত ৯

সুইডেনের উত্তরাঞ্চলে প্যারাশুট জাম্পের জন্য রওনা হওয়া একটি বিমান বিধ্বস্ত হয়ে নয় জন নিহত হয়েছেন। রবিবার ছোট বিশ্ববিদ্যালয় শহর উমেয়ার কাছে এ ঘটনা ঘটেছে। বিবিসি। উমেয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উমে নদীর একটি চরে বিমানটি বিধ্বস্ত হয় বলে পুলিশের মুখপাত্র পেদার ইয়নসন জানিয়েছেন। প্যারাশুটিস্টদের বহন করার মতো করে নক্সা করা এক ইঞ্জিনের ছোট এ বিমানটি স্কাইডাইভারদের মধ্যে জনপ্রিয় ছিল বলে জানিয়েছেন তিনি। নিহতরা সবাই সুইডেনের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের মধ্যে একজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। সুইডেনের রাজা কার্ল চতুর্দশ গুস্তাভ এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ পরিষ্কার হয়নি। কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে সুইডেনের গণমাধ্যম জানিয়েছে, কয়েকজন প্যারাশুটিস্ট ঝাঁপ দেয়ার চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
×