ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় চন্ত্রযানের যাত্রা শেষ মুহূর্তে স্থগিত

প্রকাশিত: ০৮:৪০, ১৬ জুলাই ২০১৯

 দ্বিতীয় চন্ত্রযানের যাত্রা শেষ  মুহূর্তে স্থগিত

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের যাত্রা স্থগিত হয়েছে। কারণ সম্ভব হয়নি চন্দ্রযান-২ উৎক্ষেপণ। রবিবার শেষ রাত দুটা ৫১ মিনিটে চাঁদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল চন্দ্রযান-২’র। কিন্তু চেন্নাইয়ের দক্ষিণের শ্রীহরিকোট মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করা যায়নি। উৎক্ষেপণের নির্ধারিত সময়ের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে এতে ত্রুটি ধরা পড়ে। ইসরো’র (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) বিজ্ঞানীরা জানান, রকেট থেকে জ্বালানি লিক করছে। তাই যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে কখন সেটি উড়তে পারবে, সে বিষয়ে জানাননি তারা। -এনডিটিভি ইসরো এক টুইটে জানায়, ‘৫৬ মিনিট আগে উৎক্ষেপণ যন্ত্রে যান্ত্রিক সমস্যা পরিলক্ষিত হয়। পূর্ব সতর্কতা হিসেবে চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ আজকের মতো স্থগিত করা হলো।’ সংস্থাটি আরও জানায়, পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে। তবে মঙ্গলবার এটি উৎক্ষপণ করা হতে পারে। ইসরো জানায়, শুধু এই রকেটের নিজের ওজনই ৬৪০ টন। তার ওপরে চন্দ্রযানের ওজন আরও ৩৮০০ কিলোগ্রাম। সেই ওজন নিয়েই তার মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দেয়ার কথা চাঁদের উদ্দেশে পাড়ি দেয়া চন্দ্রযান-২’র। ইসরো আরও জানায়, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতো শক্তিশালী ও ব্যয়বহুল রকেট ভারতের নেই।
×