ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আদম’ চলচ্চিত্রের যাত্রা শুরু

প্রকাশিত: ০৯:০৭, ১৫ জুলাই ২০১৯

 ‘আদম’ চলচ্চিত্রের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ ‘আদম’ নামের নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন আবু তাওহীদ হিরণ। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার বিএফডিসিতে নতুন এ চলচ্চিত্রের যাত্রা শুরু হয় । এ সময় উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিমসহ চলচ্চিত্রের কলাকুশলীরা। অনুষ্ঠানে পরিচালক বলেন, আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘আদম’ নামের নতুন চলচ্চিত্র। এর ট্যাগ লাইন ‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’। তিনি আরও বলেন, আগামী আগস্ট মাস থেকে এ চলচ্চিত্রের কাজ শুরু করবো। এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাসুদ পারভেজ। তামিম হোসেনের প্রযোজনায় এ চলচ্চিত্রে অভিনয় করবেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মিস বাংলাদেশখ্যাত ঐশী, ‘স্বপ্নজাল’খ্যাত অভিনেতা ইয়াশ রোহান, আফফান মিতুল, এ্যালেন শুভ্র, রঙ্গনসহ আরও অনেকে। অভিনেত্রী হিসেবে ঐশীর এটি দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে। এর আগে তিনি ‘মিশন এক্সট্রিম’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রের শূটিং এরই মধ্যে শেষ হয়েছে। ‘আদম’ চলচ্চিত্র প্রসঙ্গে ঐশী বলেন, চলচ্চিত্রে একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে যাচ্ছি। দ্বিতীয় চলচ্চিত্রেই এমন বড় চ্যালেঞ্জ নিতে হবে ভাবিনি। আশা করি, কাজটি দর্শকরা পছন্দ করবেন।
×