ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাকরির প্রলোভন দেখিয়ে ৫৬ লাখ টাকা আত্মসাত, গ্রেফতার ২

প্রকাশিত: ১০:২০, ১৪ জুলাই ২০১৯

 চাকরির প্রলোভন দেখিয়ে ৫৬ লাখ টাকা আত্মসাত, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকার মিরপুরের কাজীপাড়া ও শাহআলীর গুদারাঘাট থেকে পাসপোর্ট অফিসে চাকরির প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের অবস্থিত র‌্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো আবু জাহেদ নয়ন (২৮) ও মাহমুদুল হাসান ওরফে রনি (৩০)। এ সময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পাসপোর্ট অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫৬ লাখ টাকা আত্মসাত করেছে। শুক্রবার রাতে র‌্যাব-১১ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু জাহেদ নয়নের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারামের সালেহপুর এলাকায়। সে ২০১৫ সালে ঢাকার আগারগাঁয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরে এমএলএসএস পদে অস্থায়ী চাকরি নেয়। প্রায় ১ বছর চাকরি করার পর অনিয়ম ও জালিয়াতির কারণে তাকে চাকরি হতে বহিষ্কার করা হয়। চাকরির সুবাদে ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাধে ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের নাম ও পরিচয় ব্যবহার করে চাকরি প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করে নোয়াখালী জেলার বিভিন্ন চাকরি প্রার্থীদের চাকরি দেয়ার প্রলোভন দেখায়। পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, এমএলএসএসসহ বিভিন্ন পদে প্রায় ৫০ চাকরিপ্রার্থীকে চাকরির প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫৬ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
×