ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বৃষ্টির হানা

প্রকাশিত: ১১:৪৮, ১৩ জুলাই ২০১৯

 বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বৃষ্টির হানা

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় চারদিনের ম্যাচে নেমেছে সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। তবে বৃষ্টির দাপটে প্রথমদিন খেলা হয়েছে মাত্র ৭.৪ ওভার। এর মধ্যেই ১ উইকেট হারিয়ে মাত্র ১৮ রান তুলেছে স্বাগতিকরা। ইনিংসের চতুর্থ ওভারেই আফগান ডানহাতি পেসার ইয়ামিন আহমেদজাই সাজঘরে ফেরান বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ও ওপেনার ইমরুল কায়েসকে। মাত্র ২ রান করেই তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। দলীয় ৫ রানে ইমরুলকে হারানোর পর বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়েছেন মোহাম্মদ নাইম শেখ (৬) ও রকিবুল হাসান (১০)। এরপর বৃষ্টিতে আর খেলা হয়নি। উল্লেখ্য, সিরিজ হার ঠেকাতে এ ম্যাচে জিততেই হবে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলকে। দুই ম্যাচের এ সিরিজের প্রথম চারদিনের ম্যাচে খুলনায় আফগানরা ৭ উইকেটের বড় জয় পেয়েছিল।
×