ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাকিবের হাতে টুর্নামেন্ট সেরার মুকুট দেখা যাবে!

প্রকাশিত: ১১:৪৭, ১৩ জুলাই ২০১৯

 সাকিবের হাতে টুর্নামেন্ট সেরার মুকুট দেখা  যাবে!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে এবার সবচেয়ে বেশি আলোড়ন ঘটিয়েছেন কোন্ ক্রিকেটার? সবার মুখে একটিই নাম- সাকিব আল হাসান। তিনি অলরাউন্ড নৈপুণ্যে, বিশেষ করে ব্যাটিংয়ে অবিশ্বাস্য উচ্চতায় উঠেছেন। বিশ্বকাপে নিজেকে অন্যরূপে আবিষ্কার করেছেন। তাহলে কী এবার সাকিবের হাতে বিশ্বকাপের টুর্নামেন্ট সেরার মুকুট দেখা যাবে? রবিবার ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল দিয়ে শেষ হবে দ্বাদশ বিশ্বকাপ। এদিনই ম্যাচ শেষে জানা হয়ে যাবে কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। এর আগে বিসিবি বাংলা সাকিবকেই এগিয়ে রাখছে। টুর্নামেন্ট সেরা হওয়ার জন্য সেমিফাইনাল পর্যন্ত পারফর্মেন্স বিবেচনায় আসে। সাকিবসহ টুর্নামেন্ট সেরার কাতারে থাকা ক্রিকেটারদের নৈপুণ্য একটু দেখে নেওয়া যাক- সাকিব আল হাসান, অলরাউন্ডার, বাংলাদেশ ॥ বিশ্বকাপের শুরু থেকে একেবারে যেদিন বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় সেদিন পর্যন্ত সাকিব আল হাসানের দিকে তাকিয়ে আশাবাদী ছিলেন বাংলাদেশের ভক্তরা। শেষ পর্যন্ত বাংলাদেশ সেরা চারে তো উঠতে পারেইনি, আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের মতো আসরে সাকিব আল হাসানের মতো অলরাউন্ড পারফর্মেন্স আর কারও নেই। বাদবাকি যারা ব্যাট-বলের তালিকার ওপরের দিকে আছেন তারা সবাই অন্তত সেমিফাইনাল খেলছে, কয়েকজন ফাইনালেও জায়গা করে নিয়েছেন। কিন্তু তাদের চেয়ে সাকিব একটা জায়গাতে এগিয়ে থাকবে, সেটা হলো ব্যাটে বলে এমন পারফর্মেন্স আর কেউই দেখাতে পারেননি। সাকিব মোট আটটি ম্যাচে ব্যাট হাতে মাঠে নামেন, ৬০৬ রান তুলেছেন, ৮৬.৫৭ গড়ে। সাকিবের গড় টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। বল হাতে সাকিব ৮ ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট। অর্থাৎ বল ও ব্যাট উভয় মাধ্যমেই সাকিব দলের তিনটি জয়ে ভূমিকা রেখেছেন। প্রথম দুটি জয়ে একটিতে সেঞ্চুরি করেছেন, একটিতে পাঁচ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেছেন। মোট আট ম্যাচ খেলা সাকিব ৭টি ইনিংসেই ন্যূনতম ৫০ রান অতিক্রম করেছেন। বিশ্বকাপে তার সর্বনিম্ন সংগ্রহ ৪১ রান। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৬০০’র ওপর রান ও ১০টিরও বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। রোহিত শর্মা, ওপেনার, ভারত ॥ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ পাঁচটি সেঞ্চুরি করা রোহিত শর্মাই এই বিশ্বকাপে ভারতের পোস্টার বয়। ভারতের ব্যাটিংযজ্ঞের টোন সেট করার দায়িত্বটা তারই, তবে শুরু থেকে তার ওপর চাপ ছিল পাহাড় সমান। বিশেষত শেখর ধাওয়ান ছিটকে যাওয়ার পর ভারতের টপ অর্ডারের দায়িত্ব কাঁধে নেন তিনি। ৮১ গড়ে ৬৪৮ রান তুলেছেন রোহিত, তবে জীবনও পেয়েছেন বেশ কয়েকটি। যেসব ম্যাচে রোহিত শর্মার ক্যাচ মিস করেছে প্রতিপক্ষ, অন্তত ফিফটি ও ৩টি সেঞ্চুরি করেছেন তিনি, অর্থাৎ সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেছেন রোহিত। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ১ রান করে আউট হয়ে যাওয়ার পর ভারত হেরে যায়। এতে করে বোঝা যায়, রোহিত শর্মার ব্যাটের ওপর ভারতের নির্ভরশীলতা। ডেভিড ওয়ার্নার, ওপেনার, অস্ট্রেলিয়া ॥ বিশ্বকাপে অস্ট্রেলিয়া মানেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দাপট। যদিও সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে এ্যারন ফিঞ্চদের। ২০১১ বিশ্বকাপ ছাড়া ১৯৯৯ সাল থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত এই একই দৃশ্য দেখা গেছে, এ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনের পর এবারের বিশ্বকাপে সেরাটা নিজের দেখালেন আরেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এই বিশ্বকাপে তিনি ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি করেছেন। শুরুটা ধীরগতির হলেও শেষদিকে রানের গতি বাড়িয়ে দেন। পাকিস্তানের সঙ্গে ১০৭, বাংলাদেশের সঙ্গে ১৬৬ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১২২। আফগানিস্তানের সঙ্গেও ৮৯ রানে অপরাজিত ছিলেন এই হার্ডহিটার। মিচেল স্টার্ক, পেস বোলার, অস্ট্রেলিয়া ॥ মিচেল স্টার্ক ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নায়ক, সেবার তিনি নিয়েছিলেন ২২ উইকেট। ২০১৫ বিশ্বকাপেও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন মিচেল স্টার্ক। এবার সেমিফাইনাল পর্যন্ত তার নামের পাশে ২৭টি উইকেট রয়েছে। বিশ্বকাপের মতো আসরে মোট ৩ বার পাঁচ উইকেট নেয়ার রেকর্ডও এখন তার। মিচেল স্টার্ক চলতি বিশ্বকাপেই ২ বার চারটি করে ও ২ বার পাঁচটি করে উইকেট নিয়েছেন। তার গড় মাত্র ১৬.৬১, ইকোনমি রেট ৫.১৮। মিচেল স্টার্কের বিশ্বকাপে উইকেট সংখ্যা ১৭ ম্যাচে ৪৮টি। কেন উইলিয়ামসন, অধিনায়ক, নিউজিল্যান্ড ॥ এই মুহূর্তে তাকে সবচেয়ে বুদ্ধিমান অধিনায়ক বলা হচ্ছে। টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকদের তালিকার দিকে তাকালে উইলিয়ামসনের রান খুব বেশি মনে নাও হতে পারে, তবে তিনি যে রান করেছেন তাতে নিউজিল্যান্ড দল বিপদ থেকে মুক্তি পেয়েছে বেশ কয়েকবার। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে জয় ছাড়া নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি তেমন উল্লেখ করার মতো রান করতে পারেনি। এরপরই হাল ধরেন উইলিয়ামসন। আফগানিস্তানের বিপক্ষে ৭৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণভাবে ব্যাটিং করে ১০৬ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৮ রান তোলেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। মূলত প্রথম পাঁচ ম্যাচের জয়ই নিউজিল্যান্ডকে সেমিফাইনালে উঠতে সাহায্য করে। জো রুট, ব্যাটসম্যান, ইংল্যান্ড ॥ ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট এই বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটসম্যান। ১০ ম্যাচে ৫৪৯ রান তুলেছেন তিনি। দলের গুরুত্বপূর্ণ সময়ে হাল ধরেছেন এই ক্রিকেটার। ৯১.৭৪ স্ট্রাইক রেটে খেলেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি, আফগানিস্তানের সঙ্গে ৮৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া বিশ্বকাপের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১ রানের একটি ইনিংস খেলেন রুট। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন।
×