ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কী হয়েছিল ফেসবুক-হোয়াটসএ্যাপের

প্রকাশিত: ০৯:৫০, ১৩ জুলাই ২০১৯

 কী হয়েছিল ফেসবুক-হোয়াটসএ্যাপের

সা.আলীম ॥ এ মাসেই ফের ডাউন হয়ে যায় ফেসবুক। এবার ফেসবুকের সঙ্গে সঙ্গে হোয়াটসএ্যাপ, ইন্সটাগ্রামেও কারিগরি সমস্যা দেখা দেয়। আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং ভারতীয় উপমহাদেশেও এই সমস্যার মুখে পড়ে। লগিন করতে সমস্যা হওয়ার পাশাপাশি ফেসবুকের মিডিয়া কনটেন্ট (ছবি, ভিডিও) সাময়িক সময়ের জন্য অচল হয়ে যায়। প্রথমে ফেসবুকে সমস্যা শুরু হলেও পরে হোয়াটসএ্যাপ এবং ইন্সটাগ্রামেও একই সমস্যা দেখা দেয়। ইন্সটাগ্রাম বিকলের জন্য ১৪ হাজার, ফেসবুকে ৭৫০০ এবং হোয়াটসএ্যাপের অন্তত ১৬০০ ব্যবহারকারী ‘রিপোর্ট’ করেন। একই সময়ে টুইটারে মেসেজ পাঠাতে পারছে না বলে অভিযোগ করেন কিছু ব্যবহারকারী। পওে সেটি স্বীকারও করে টুইটার। তবে ফেসবুকের এই সমস্যা নতুন কিছু না। গত মার্চেও ভয়াবহ সমস্যায় পড়ে ফেসবুক। কিছু অঞ্চলে সেবার ১৪ ঘণ্টার বেশি সময় অচল ছিল ফেসবুক। রয়টার্সের খবর অনুযায়ী বিশ্বজুড়ে ফেসবুকের কয়েকটি ডাটা সেন্টার আছে। অসংখ্য গ্রাহকের তথ্য নিয়ে সুরক্ষিত এসব সার্ভার এবং অন্যান্য হার্ডওয়্যার প্রতিদিনই নানা রকম নিরাপত্তা হালনাগাদ এবং নিয়মিত পর্যবেক্ষণের ভেতর দিয়ে যায়। এ রকমই একটা পুনর্নির্ধারিত চেকের সময় ভুলে কিছু সমস্যা ছড়িয়ে পড়ে। যার ফলে ফেসবুকের মিডিয়া অচল হয়ে যায়। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে সাম্প্রতিক গ্রাহকের সুরক্ষা নিশ্চিত এবং নিত্যনতুন সব ফিচার আনতে প্রতিনিয়তই প্রযুক্তির উন্নতি ঘটাচ্ছে ফেসবুক। আর নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার সময়ই এসব বিপত্তি ঘটছে।
×