ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেখাপড়া করতে বাধা দেয়ায় আত্মহত্যা

প্রকাশিত: ০৯:৪২, ১৩ জুলাই ২০১৯

 লেখাপড়া করতে বাধা দেয়ায় আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, আমতলী বরগুনা, ১২ জুলাই ॥ লেখাপড়া করতে বাধা দেয়ায় স্বামী কিরণ চন্দ্র শীলের সঙ্গে অভিমান করে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রী কেয়ামনি (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গাজীপুর বন্দরে বৃহস্পতিবার রাতে। জানা গেছে, উপজেলার গাজীপুর বন্দরের স্বর্গীয় কৃষ্ণ চন্দ্র শীলের কন্যা কেয়ামনি এ বছর এপ্রিল মাসে পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামের রবিন চন্দ্র শীলের ছেলে কিরণ চন্দ্র শীলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে হয়। কেয়ামনি এ বছর গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। স্বামী কিরণ চন্দ্র শীল স্ত্রী কেয়ামনিকে লেখাপড়া করাতে রাজি না। স্বামীকে না জানিয়ে গত মাসে বকুলনেছা মহিলা কলেজে ভর্তি হয় কেয়ামনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী কেয়ামনি স্বামী কিরণের সঙ্গে লেখাপড়ার বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়েছে বলে জানান দাদা হরিচরণশীল। এ ঘটনায় স্বামীর সঙ্গে অভিমান করে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে কেয়ামনি দাদার বাড়ি গলায় ফাঁস দেয়। ঘটনার ঘণ্টাখানেক পরে দাদা হরিচরণ শীল নাতনিকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
×