ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নলছিটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:৪২, ১৩ জুলাই ২০১৯

নলছিটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১২ জুলাই ॥ নলছিটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন ছাত্রদল নেতা বিল্পব খান রায়হান (২৯) ও নির্মাণ শ্রমিক মোঃ মিলন হোসেন (৩৩)। উপজেলার খাওখীর গ্রামে ও পৌরসভার টিএ্যান্ডটি সড়কে আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতের ছোট ভাই রাব্বী খান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির ছাদ পরিষ্কার করছিলেন রায়হান। ছাদে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয় রায়হান। স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। রায়হান উপজেলার খাওখীর গ্রামের মোঃ আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মগড় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এদিকে নলছিটি পৌর এলাকার টিএ্যান্ডটি সড়কের একটি ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মিলন নলছিটি পৌর এলাকার সূর্যপাশা গ্রামে মোঃ আলমগীর হোসেনের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানান, টিএ্যান্ডটি সড়কের বাসিন্দা আবদুস সালামের মালাকানাধীন ভবন নির্মাণ করছিলেন মিলন। এ সময় ভবনের রড ওজোপাডিকোর বিদ্যুত সংযোগের তারের সঙ্গে লেগে শ্রমিক মিলন বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। বরিশালে কলেজছাত্রী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লায় এইচএসসি পরীক্ষার্থী সুরাইয়া জান্নাত খাদিজা (১৮) বিদ্যুতস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা গেছে। সে গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। খাদিজা একই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিনের কন্যা। জানা গেছে, গত ২৬ জুন সকালে নিজ বাসার ছাদে কাপড় শুকানোর সময় অনবধানবশত বিল্ডিংয়ের পাশে বিদ্যুতের তারের ওপর পরে। কাপড় লোহার রড দিয়ে আনার সময় সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে বরিশাল শেবাচিম ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। চট্টগ্রামে নির্মাণ শ্রমিক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, মহানগরীর ঝাউতলা খুলশী কলোনি এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ মনির (২৫) ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলমগীর মাঝির পুত্র। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আবাসন নির্মাণ প্রতিষ্ঠান ফিনলে প্রপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিক মনির। অসতর্কতায় বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×