ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ২৮ ঘণ্টা পর লাইনচ্যুত ওয়াগন উদ্ধার ॥ ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৯:৩৭, ১৩ জুলাই ২০১৯

 রাজশাহীতে ২৮ ঘণ্টা পর লাইনচ্যুত  ওয়াগন উদ্ধার ॥ ট্রেন চলাচল  শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্ঘটনার ২৮ ঘণ্টা পর রাজশাহীর চারঘাটে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার পরে উদ্ধার কাজ শেষ হয়। উদ্ধার কাজ শেষে শুরু হয় ট্রেন চলাচল। তবে সব ট্রেনই বেশ কয়েক ঘণ্টা করে শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীগামী তেলবাহী আটটি ওয়াগন লাইনচ্যুত হয়। এরপর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার শহীদুল ইসলাম বলেন, রাত পৌনে ১০টার দিকে লাইনচ্যুত তেলবাহী ট্রেনটিকে লাইনে ওঠানো হয়েছে। এর এক ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামত হলে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। তিনি বলেন, খারাপ আবহাওয়া, তেলবাহী ট্রেনের পূর্ণ লোড এবং রেলট্র্যাকের ভয়াবহ ক্ষতির কারণে ২৮ ঘণ্টা সময় লেগেছে রেল যোগাযোগ সচল করতে। বিরতিহীন আন্তরিক কাজের মাধ্যমে এই বড় সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। যাত্রীবাহী ট্রেনের যাত্রীর কাছে তাদের দুর্ভোগের জন্য ক্ষমাও চেয়েছেন জিএম। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনের আটটি বগি রাজশাহীর চারঘাট উপজেলার দিঘলকান্দি এলাকায় লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
×