ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সান্তাহারে দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৬, ১৩ জুলাই ২০১৯

 সান্তাহারে দম্পতিসহ ৩ মাদক কারবারি  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, বগুড়া, ১২ জুলাই ॥ আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের মাদক কারবারি রহিমা বেগম ওরফে সুটকি তার স্বামী নজরুল ইসলাম নজু ও তাদের বিক্রয় প্রতিনিধি মিনহাজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সান্তাহার সার্কেলের পরিদর্শক বৃহস্পতিবার রাতে সান্তাহার শহরের চা বাগান মহল্লা থেকে মাদকসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় সার্কেল পরিদর্শক শামসুল আলম বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। পরিদর্শক শামসুল আলম বলেন, রহিমা বেগম সুটকি তার স্বামী নজরুল ইসলাম নজু প্রভাবশালী মাদক কারবারি। এই দম্পতির সন্তান ও আত্মীয়রাও মাদক ব্যবসায়ী। এর আগে তাদের মাদক’সহ পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও তিনি জামিনে ছাড়া পেয়ে ফের মাদক কারবারি অব্যাহত রেখেছে। পক্ষান্তরে রহিমা বেগম সুটকি বছর তিনেক পূর্বে পুলিশের নিকট আত্মসমর্পণ ও এই ব্যবসা না করার শপথ করে পুনর্বাসন সামগ্রী নিয়েছিলেন। কিন্তু সে অল্প দিনেই শপথ ভেঙ্গে ফের মাদক কারবারি শুরু করে। তাদের নিকট থেকে ১০ গ্রাম (১০০ পুড়িয়া) হেরোইন, ৭০ ইয়াবা ট্যাবলেট এবং ৪০ নেশার ইঞ্জেকশন (এ্যাম্পুল) মেলে বলে দাবি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সান্তাহার ‘খ’ সার্কেলের পরিদর্শক শামছুল আলম।
×