ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিম্মি সাধারণ মানুষ

কলাপাড়ায় মূর্তিমান আতঙ্ক মোটরসাইকেল বাহিনী

প্রকাশিত: ০৯:৩৪, ১৩ জুলাই ২০১৯

 কলাপাড়ায় মূর্তিমান আতঙ্ক মোটরসাইকেল বাহিনী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ জুলাই ॥ অধিকাংশই নন ভোটার। বয়সে কিশোর, তরুণ কিংবা মাত্র যুবক। দৃশ্যমান কোন আয় নেই। তাতে কী। ঘুরে বেড়াচ্ছে দুই/তিন থেকে পাঁচ লাখ টাকার মোটরসাইকেলে। একক কেউ নয়। এদের রয়েছে আবার বহর। বেপরোয়া, দাঁপিয়ে বেড়াচ্ছে কলাপাড়ার অলিগলি। গ্রামীণ জনপদে এটি এখন আতঙ্কে পরিণত হয়েছে। পর্যটন সমৃদ্ধ কলাপাড়া উপজেলার কুয়াকাটা, মৎস্যবন্দর মহীপুর-আলীপুর, পায়রা তাপবিদ্যুত কেন্দ্র এলাকা কিংবা পায়রা সমুদ্রবন্দর এলাকায় শত শত এমন মোটরসাইকেল বহরের দাপানো দৃশ্য নিত্য চোখে পড়ে। নেই এদের ড্রাইভিং লাইসেন্সসহ বৈধ কাগজপত্র। এদের পরিচয় শনাক্তে গলদঘর্ম হতে হয়। এরা এখন সাধারণ মানুষের আতঙ্কে পরিণত হয়েছে। এদের কাছে জিম্মি হয়ে পড়েছে মানুষ। চাঁদাবাজি এবং দখল বাণিজ্য এ বাহিনীর প্রধান কাজ। এ চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে বরগুনার বন্ড বাহিনীর মতো কোন অনাকাক্সিক্ষত ঘটনার শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী আর সমর্থক। সাগরপারের বিস্ময়কর উন্নয়নের জনপদে এই মোটরসাইকেল বাহিনীর চলনের শব্দ মানুষকে তটস্থ করে তোলে। আন্ধারমানিক নদী তীরের কলাপাড়া শহরটির মানুষকে উৎকণ্ঠায় রাখছে মোটরসাইকেল বাহিনীর ক্যাডাররা। মহীপুর, কুয়াকাটাসহ প্রত্যেকটি ইউনিয়নে এমন বাহিনীর দাপানো দৃশ্য বিরাজমান। কলাপাড়া পৌর শহরে পহেলা জুলাই রাতে এ বাহিনী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসানের এতিমখানার বাসার সামনে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। ১৫/১৬ মোটরসাইকেলযোগে আসা সশস্ত্র সন্ত্রাসী এ কান্ড ঘটনায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রতিবাদ সভা মিছিল ও সংবাদ সম্মেলন করেন। কলাপাড়া থানায় জিডি করা হয়েছে। একই সন্ধ্যায় মিঠাগঞ্জের জয়বাংলা বাজারে রাজিব মুসল্লি নামের এক যুবককে রাম দায়ের উল্টোদিকের আঘাতে জখম করে মোটরসাইকেল বাহিনী। অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয় অপর এক কৃষকের জাল। রমজানপুর গ্রামের দরিদ্র পরিবারের ১২ বছরের এক কিশোরীকে জঙ্গলে নিয়ে মুখ চেপে ধর্ষণ করা হয়। ২৭ জুনের ঘটনা। এখানেও মোটরসাইকেলে চড়ে গিয়ে বর্বর কান্ড ঘটায় এক বখাটে। সম্প্রতি চাকামইয়ার এক নববধূকে বাড়ি থেকে অপহরণ করে পাশের বিলে নিয়ে ধর্ষণ করা হয়। সেখানেও মোটরসাইকেল ব্যবহার করে নরপশুর দল। ধুলাসারে গণধর্ষণকারীরা মোটরসাইকেলে এক গৃহবধূকে ঘর থেকে বিলে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবহার হয় মোটরসাইকেল। এখন গ্রাম কিংবা শহরের মানুষের কাছে মোটরসাইকেল যানটি একটি আতঙ্কের নাম। এমনকি কোন স্লুইস গেটে কে জাল পেতে মাছ ধরবে তাও মোটরসাইকেল বাহিনী নিয়ন্ত্রণ করছে। মানুষের কাছে এ বাহিনী এখন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। সর্বশেষ মিঠাগঞ্জের তেগাছিয়া-মধুখালী সড়কের একটি ছোট্ট কালভার্টে জাল পেতে জীবিকা নির্বাহ করা হতদরিদ্র সোবাহান-নাজমা দম্পতির ওপর ১৫/১৬ মোটরসাইকেল যোগে আসা সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এখন এ পরিবারের অষ্টম শ্রেণী পড়ুয়া খোকন নামের এক শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। জীবন-জীবিকা বন্ধের শঙ্কায় ওই পরিবারের রাতের ঘুম হারাম হয়ে গেছে। সরকারের হেল্পলাইন ‘৯৯৯’ তে কল করে এ পরিবার পুলিশী সহায়তায় প্রথম দফা রক্ষা পেয়েছে। বর্তমানে মোটরসাইকেল বাহিনীর দাপানোর ঘটনায় সরকারী দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। থানা-পুলিশ এদের কাউকে এখন পর্যন্ত আটক করতে সক্ষম হয়নি। পাখিমারায় মোটরসাইকেল বাহিনী এখন ভয়াবহ আতঙ্কের নাম। দোকানি থেকে সাধারণ মানুষ মোটরসাইকেল বাহিনীর হর্নের শব্দ শুনলেই কোন না কোন শঙ্কায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ নব্য এক শ্রেণীর বখাটে অনুপ্রবেশকারী সরকারী দলের কারও কারও ছত্রছায়ায় মোটরসাইকেল বাহিনী গড়ে নিজেদের আখের গোছানোর কাজ করছে। আর ভিকটিম হচ্ছে সাধারণ মানুষসহ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থক।
×