ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের হাসির খোরাক ট্রাম্প

প্রকাশিত: ০৯:১৬, ১৩ জুলাই ২০১৯

 ফের হাসির খোরাক ট্রাম্প

হৃৎপিন্ডের গুরুত্বপূর্ণ অংশে কিডনির অবস্থান- এমনটা বলে চিকিৎসকদের চোখ কপালে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটন ডিসির আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে মার্কিনীদের কিডনি সংক্রান্ত স্বাস্থ্যসেবা নীতির উন্নয়নে এক নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করেন। মার্কিন প্রেসিডেন্ট সেই অনুষ্ঠানেই কিডনিকে হার্টের অংশ দাবি করেন। অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা এসব নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। আপনারা কিডনি নিয়ে খুব পরিশ্রম করেছেন। খুবই গুরুত্বপূর্ণ। হৃদযন্ত্রের গুরুত্বপূর্ণ স্থানে কিডনি থাকে। এটা অসাধারণ একটা বিষয়।’ মার্কিন জনগণের পক্ষ থেকে চিকিৎসকদের ধন্যবাদও জানান তিনি। এ মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে নিয়ে শুরু হয়ে যায় তুমুল হাস্যরস। - ইন্ডিপেন্ডেন্ট।
×