ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলা সঙ্কট

আলোচনা চালিয়ে যেতে রাজি সরকার ও বিরোধী দল

প্রকাশিত: ০৯:১৫, ১৩ জুলাই ২০১৯

 আলোচনা চালিয়ে যেতে রাজি সরকার ও বিরোধী দল

ভেনিজুয়েলার সরকার ও বিরোধী দল বারবাডোসে তিনদিন আলোচনার পর দেশের ফুঁসতে থাকা রাজনৈতিক সঙ্কট সমাধানে চলমান আলোচনার জন্য একটি মঞ্চ গঠনে সম্মত হয়েছে। আলোচনার উদ্যোক্তা দেশ নরওয়ে বৃহস্পতিবার এ কথা বলেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়েইদোর প্রতিনিধিরা সমস্যা আলোচনার জন্য এ ক্যারিবীয় দেশটিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বৈঠক করেন। মাদুরো এ আলোচনাকে সফল বলে অভিনন্দন জানিয়েছেন। বারবাডোস বৈঠক অসলোর মেরে অনুষ্ঠিত প্রথম দফা বৈঠকের সংযোজন। অসলো আলোচনা অবশ্য কোন গঠনমূলক অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায়। মাদুরো বৃহস্পতিবার এক টেলিভিশন ও রেডিও সাক্ষাতকারে বলেন, নরওয়ে সরকার ও বিরোধী দলের সঙ্গে আন্তরিক আলোচনার পর আমরা ৬ দফা তুলে ধরেছি। তিনি অবশ্য দফাগুলো উল্লেখ করেননি। এর আগে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে এরিকসেন সোরিদে এক বিবৃতিতে বলেন, দুপক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার একটি পরিবেশ গড়ে তুলেছে যা শাসনতন্ত্রের কাঠামো অনুযায়ী এক সম্মত সমাধানে পৌঁছবার লক্ষ্যে অব্যাহত ও কার্যকরভাবে কাজ করবে। বিবৃতিতে বলা হয়, এটা বোঝা যাচ্ছে যে, দুপক্ষ আলোচনা অগ্রসরের লক্ষ্যে বৈঠক চালিয়ে যাবে। ভেনিজুয়েলার সরকার পক্ষের আলোচক হেকটোর রোড্রিগুয়েজ বলেন, পথ জটিল বলে তিনি মনে করেন। কিন্তু একটা বিষয় ফলপ্রসূ হয়েছে যে, আলোচনায় গণতান্ত্রিক সহাবস্থানে একটি চুক্তির পথ তৈরি হয়েছে। এবং দুপক্ষ পরস্পরকে স্বীকার করে নিয়েছে। গুয়েইদো প্রতিনিধি স্ট্যালিন গোনজালেস টুইটারে বলেছেন, ভেনিজুয়েলীয়দের প্রয়োজন উত্তর ও ফলাফল। তিনি বলেন, তার প্রতিনিধি দল অগ্রগতির জন্য আলোচনায় বসবেন এবং দুর্ভোগের অবসান ঘটাবেন। গুয়েইদো জানুয়ারিতে নিজেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর সঙ্কটাক্রান্ত ভেনিজুয়েলা রাজনৈতিক অচলাবস্থার দিক থেকে পঙ্কে নিমজ্জিত হয়। তেলসমৃদ্ধ এ দেশটিতেও গভীর সঙ্কট চলছে গত পাঁচ বছর ধরে। খাদ্য ও ওষুধের স্বল্পতা নিয়মিত ব্যাপার এবং জনসেবা মারাত্মকভাবে ব্যর্থ। জাতিসংঘ বলেছে, ভেনিজুয়েলার ৩ কোটি সক্ষম জনসংখ্যার এক-চতুর্থাংশের জন্য সাহায্যের প্রয়োজন। ২০১৬-এর পর ৩০ লাখ মানুষ দেশ থেকে অন্যত্র চলে গেছে। গুয়েইদো ২০১৮-এর নির্বাচনে ভোট ডাকাতির জন্য মাদুরোকে অভিযুক্ত করেন। তারা মাদুরোকে অবৈধভাবে ক্ষমতা দখলকারী হিসেবে অভিহিত করেন। তারা তার পদত্যাগ চান যাতে করে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু মাদুরোর ডানহাত, প্রশাসনের শাসনতন্ত্র পরিষদের প্রধান ও দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ডাইয়োসড্যাডো ক্যাবেলো বুধবার আগাম নির্বাচন অনুষ্ঠানের দাবি বাতিল করে দেন। তিনি বলেন, সরকারের আলোচনায় যাওয়ার কারণ হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা কবে এবং এক্স ও ওয়াই কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমি জানি না। তিনি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভিতে বলেন, এখানে তো কোন প্রেসিডেন্ট নির্বাচন হয় না। এখানে প্রেসিডেন্টের নাম হচ্ছে নিকোলাস মাদুরো। গুয়েইদো গত সোমবার বলেছেন, বিরোধী দল একনায়কতন্ত্র অবসানের লক্ষ্যে আলোচনায় যাবে।
×