ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের জন্য রাখাইনে তৈরি ২৫০ ঘর হস্তান্তর ভারতের

প্রকাশিত: ০৯:১৪, ১৩ জুলাই ২০১৯

 রোহিঙ্গাদের জন্য রাখাইনে তৈরি ২৫০ ঘর হস্তান্তর ভারতের

রোহিঙ্গাদের জন্য রাখাইনে বানানো আড়াই শ’ ঘর মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারত। ভারতীয় এক কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এগিয়ে নিতেই তাদের এ উদ্যোগ। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে প্রায় দুই বছর ধরে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও তার বাস্তবায়ন হয়নি। ইয়াহু নিউজ। কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে দুর্দশার মধ্যে দিন কাটলেও রোহিঙ্গারা ফিরতে চাইছে না, কারণ তাদের ধারণা, ফিরে গেলে আবারও তাদের নিপীড়নের শিকার হতে হবে। সেজন্য জাতিসংঘের মতো বাংলাদেশও মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরার অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিয়ে আসছে। ভারতীয় ওই কর্মকর্তা আরও বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের ফেরার পরিবেশ তৈরি করতেই তারা আড়াই কোটি ডলারের উন্নয়ন পরিকল্পনা নিয়েছে, যার অংশ হিসেবে সেখানে বাড়ি তৈরি করে দেয়া হচ্ছে। উত্তর রাখাইনের শোয়ে জার, কেইন চং টং এবং নান্ট থার টং গ্রামে বানিয়ে দেয়া ওই ২৫০টি বাড়ি চলতি সপ্তাহে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমার। ভারত কেবল হিন্দু রোহিঙ্গাদের জন্য বাড়িগুলো বানিয়ে দিয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এলেও মিয়ানমার সরকার তা অস্বীকার করেছে। তারা বলছে, হিন্দুদের পাশাপাশি মুসলমান রোহিঙ্গারাও সেখানে আশ্রয় পাবে।
×