ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিনিধি পরিষদে গ্রীনকার্ড বিল পাস

প্রকাশিত: ০৯:১৪, ১৩ জুলাই ২০১৯

 প্রতিনিধি পরিষদে  গ্রীনকার্ড  বিল পাস

সরকারীভাবে বিলটির নাম, ‘ফেয়ারনেস ফর হাই-স্কিলড ইমিগ্রান্টস এ্যাক্ট অব ২০১৯’। মুখে মুখে তার পরিচিতি ‘এইচআর ১০৪৪’ বা গ্রীনকার্ড বিল বলেই। বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে পাস হয়ে গেল এই বিল। ফলে গত বছরে ৭ শতাংশ গ্রীনকার্ড মঞ্জুর করার সীমারেখা উঠে যাওয়ার দিকে এক ধাপ এগোলো। টাইমস অব ইন্ডিয়া। গ্রীনকার্ড হলো ভিনদেশী নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকা এবং চাকরি করার অনুমোদনপত্র। বর্তমানে যে নিয়ম চালু আছে, তাতে এক বছরে যত গ্রীনকার্ড মঞ্জুর হয়, তার মধ্যে কোন দেশ এককভাবে ৭%-এর বেশি পেতে পারে না। দেশপিছু ৭%-এর সীমারেখা উঠে গেলে দক্ষ পেশাদারদের জন্য গ্রীনকার্ড পাওয়া অনেক সহজ হবে। ৪৩৫ সদস্যের হাউসে ৩৬৫-৬৫ ভোটে বিলটি পাস হয়। এখন সেটা সিনেটে যাবে। বিলে চাকরিভিত্তিক গ্রীনকার্ডের ক্ষেত্রে ৭ শতাংশের সীমা তুলে দেয়ার কথা রয়েছে।
×