ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্মের নামে সন্ত্রাস বন্ধে ওয়াশিংটনে সম্মেলন আগামী সপ্তাহে

প্রকাশিত: ০৯:১৩, ১৩ জুলাই ২০১৯

 ধর্মের নামে সন্ত্রাস বন্ধে  ওয়াশিংটনে সম্মেলন  আগামী সপ্তাহে

বিশ্বজুড়ে শুধুমাত্র ধর্মের নামে শতশত মানুষ নিপীড়নের শিকার হচ্ছে। বাড়তে থাকা এ সঙ্কট নিরসনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। -খবর ইয়াহু নিউজ। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ওই সম্মেলনে সান ডিয়াগোর সিনাগগে নিউ জিল্যান্ডের মসজিদে এবং শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্তদের আমন্ত্রণ জানানো হয়েছে। ‘মিনিস্টেরিয়াল টু এ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম’ এর ওই সম্মেলনে বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা অংশ নেবেন বলে জানান এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূত স্যাম ব্রাউনব্যাক। বিশ্বজুড়ে ধর্মের নামে নিপীড়ন বন্ধে ওই সবদেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে স্বাক্ষর করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে কোন কোন দেশের মন্ত্রীরা ওই সম্মেলনে অংশ নিচ্ছেন তা তিনি জানাননি। ওই সম্মেলনে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ বক্তৃতা দেবেন। ইরাকের ইয়াজিদী সম্প্রদায়ের এই নারী দীর্ঘদিন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীদল ইসলামিক স্টেটের হাতে যৌনদাসী হিসেবে বন্দী ছিলেন। আমেরিকার ধর্মপ্রচারক এ্যান্ড্রু ব্রুনসনও সেখানে বক্তব্য রাখবেন, দুই বছর তুরস্কে বন্দী ছিলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের সময় প্রাণ হাতে নিয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলমানদের কয়েক প্রতিনিধিও ওই সম্মেলনে অংশ নেবেন। ব্রাউনব্যাক বলেন, ‘আমরা আশা করছি ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো একই মনোভাব যেসব দেশের তারা ওই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন বলেও জানান তিনি। মিয়ানমারের মিত্রদেশ চীনে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর নানা নিপীড়নের খবর প্রকাশ পাচ্ছে।
×