ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে নারী কনস্টেবলের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৩:১১, ১২ জুলাই ২০১৯

রাজধানীতে নারী কনস্টেবলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ মতিঝিলের এজিবি কলোনির বাসায় বিউটি আকতার (২২) নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিউটি আকতার রাজারবাগ পুলিশ লাইন্সের তিন নম্বর কোম্পানিতে কর্মরত ছিলেন। বিউটি আক্তার এজিবি কলোনির আঠারো তলার একটি রুমে স্বামীকে নিয়ে সাবলেট থাকতেন। তার স্বামীর নাম তারিকুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার সাড়ে ৬টার দিকে ওই কলোনির বিশ তলা ভবনের আঠারো তলার একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ওসি ওমর ফারুক জানান, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের পাশের সীমানা গ্রিলের সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কয়েকদিন ধরে হাসপাতালের জরুরী বিভাগ সংলগ্ন ফুটপাথে ঘুমাতেন ওই নারী। সন্ধ্যায় হাসপাতালের প্রশাসনিক ব্লকের পাশে গ্রিলের সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে তার মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×