ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সহযোগী কোম্পানির উৎপাদন বন্ধ করবে শাশা ডেনিম

প্রকাশিত: ১১:৫৯, ১২ জুলাই ২০১৯

 সহযোগী কোম্পানির উৎপাদন বন্ধ করবে শাশা ডেনিম

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিম তাদের সহযোগী কোম্পানির বিদ্যুত উৎপাদন বন্ধ করবে। সূত্র মতে, কোম্পানি জানায় যে এনারজিস পাওয়ার কর্পোরেশন লিমিটেড (ইপিসিএল) তাদের একটি সহযোগী কোম্পানি। কোম্পানিটিতে শাশা ডেনিমস লিমিটেডের ৯৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে। বিপিডিবি কে ৫৫ মেগাওয়াট বিদ্যুত দেয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে কোম্পানিটির বিদ্যুত উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শাশা ডেনিম। এবং ইপিসিএল ২০১৮ সালের ৩০ আগস্টে এই চুক্তির মেয়াদ নিয়ম অনুযায়ী আগামী ২ বছর বাড়ানোর জন্য বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) একটি আবেদনপত্র জমা দেয়া হয়েছে। সেই আবেদনটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। কোম্পানিটি বিপিডিবি থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি পাওয়ার পর আবার বিদ্যুত উৎপাদনের কাজ শুরু করতে পারবে। -অর্থনৈতিক রিপোর্টার
×