ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোচনার সুযোগ না দেয়ায় মেননের ক্ষোভ

প্রকাশিত: ১১:৫২, ১২ জুলাই ২০১৯

 আলোচনার সুযোগ না দেয়ায় মেননের ক্ষোভ

সংসদ রিপোর্টার ॥ গ্যাসে দাম বৃদ্ধি নিয়ে সংসদে নোটিস দিয়ে আলোচনার দাবি জানানোর পরও সে বিষয়ে কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। তবে সভাপতির আসনে থাকা ডেপুটি এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া জানান বিষয়টি স্পীকারের বিবেচনায় আছে এবং সিদ্ধান্ত পরে জানানো হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মেনন বলেন, সংসদে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেছিলাম। এ নিয়ে ৬৮ বিধিতে নোটিসও দিয়েছিলাম। আপনি (স্পীকার) বলেছিলেন, ৬৫ বিধিতে আমার নোটিসটি বিবেচনায় আছে। কিন্তু আজ (বৃহস্পতিবার) সংসদের শেষ দিন। কিন্তু এ বিষয়টি কার্য তালিকায় নেই। নোটিসটি বাতিল হয়েছে কি না, সেটাও জানানো হয়নি।
×