ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় বৃক্ষমেলা

প্রকাশিত: ০৯:৫৯, ১২ জুলাই ২০১৯

 খুলনায় বৃক্ষমেলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বৃহস্পতিবার থেকে বিভাগীয় বৃক্ষ রোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ৬১ স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বৃক্ষ অমূল্য সম্পদ। নির্মল পরিবেশ নিশ্চিতকরণ এবং ঝড়-জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের অস্তিত্বের প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে বন রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।
×