ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাবারে ক্যান্সাররোধী উপাদান খুঁজে দেবে স্মার্টফোন

প্রকাশিত: ০৯:৪০, ১২ জুলাই ২০১৯

খাবারে ক্যান্সাররোধী উপাদান খুঁজে দেবে স্মার্টফোন

খাবারে ক্যান্সাররোধী উপাদান খুঁজে দেবে স্মার্টফোন। আপনার হাতে থাকা ফোনে একটি এ্যাপ ডাউনলোড করলেই খাবার গ্রহণের ঠিক আগ মুহূর্তে আপনি চাইলে আপনার সামনে সাজানো খাবারের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান রয়েছে কি না তাও সহজে জানতে পারবেন। নতুন এই এ্যাপটির নাম ‘দ্য ড্রিম ল্যাব’। ব্রিটেনের প্রখ্যাত ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভোডাফোন ফাউন্ডেশন যৌথভাবে এই এ্যাপ তৈরি করেছে। এই এ্যাপটি তৈরির অল্প সময়ের মধ্যেই ৮৩ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়। যে কেউ ইচ্ছা করলে বিনা পয়সায় এটি গুগল প্লে স্টোর ও এ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই এ্যাপ চালু করে ব্যবহারকারী ঘুমিয়ে পড়লেও এটি কাজ করতে সক্ষম। তবে এ্যাপটি উন্নয়নে আরও গবেষণা দরকার বলে অনেক প্রযুক্তিবিদ মত দিয়েছেন। ‘দ্য ড্রিম ল্যাব’ এ্যাপ এ্যালগরিদমের সাহায্যে দিনে আট হাজারেরও বেশি খাদ্যকণা পরীক্ষা-নিরীক্ষা করতে সক্ষম। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অস্ত্রোপচার ও ক্যান্সার বিভাগের প্রধান গবেষক ড. কিরিল ভেসেলকভ বলেন, এই এ্যাপ আমাদের জন্য একটি গুরুত্ব¡পূর্ণ আবিষ্কার। ক্যান্সার রিসার্চ ইউকের কর্মকর্তা উইলিন উ বলেছেন, এই এ্যাপের মাধ্যমে আমরা হয়ত নতুন ক্যান্সার থেরাপি খুঁজে বের করতে বা এর পথ পেতে সক্ষম হব, মূলত যেই থেরাপি আমাদের খাদ্য এবং পানীয়তে প্রাকৃতিকভাবে রয়েছে। তিনি আরও বলেন, ক্যান্সারের চিকিৎসায় এই পদ্ধতিটি ব্যবহারের ক্ষেত্রে আরও দীর্ঘপথ পাড়ি দিতে হবে। উইলিন উ বলেন, তবে প্রথমে আমাদের দেখা প্রয়োজন যে এটি ক্যান্সারের চিকিৎসায় আদৌ পুরোপুরি কার্যকর কি না। Ñবিবিসি অবলম্বনে
×